TRENDING:

Dilip Ghosh: 'সরকারের দমবন্ধ করে দেব', হুঁশিয়ারি দিলীপের! হারের কারণ 'কর্মীদের ভয়'

Last Updated:

Dilip Ghosh: ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের সরব হয়েছেন দিলীপ। এখনও তাঁদের বহু কর্মী ঘরছাড়া বলেও এদিন সুর চড়িয়েছেন BJP-র রাজ্য সভাপতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যা দাবি করেছিল, বাংলার ভোটে তার ধারেকাছেও পৌঁছতে পারেনি BJP। মাত্র ৭৭ বিধায়ক পেয়েই আটকে যেতে হয়েছে গেরুয়া শিবিরকে। ইতিমধ্যেই অবশ্য বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন দলের দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। ফলে ৭৫ জন বিধায়ক রয়েছে বিজেপির। কিন্তু সেই বিধায়ক সংখ্যা নিয়েই বিধানসভায় সরকারের দমবন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই দিলীপ বলেন, 'আমাদের হাতে ৭৫ জন বিধায়ক আছে। আর তা দিয়েই আমার বিধানসভায় সরকারের দমবন্ধ করে দেব। আর বাইরেও আমাদের লড়াই চলবে।'এদিন ফের ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের সরব হয়েছেন দিলীপ। এখনও তাঁদের বহু কর্মী ঘরছাড়া বলেও এদিন সুর চড়িয়েছেন BJP-র রাজ্য সভাপতি।
advertisement

তবে, রাজ্যে শোচনীয় পরাজয়ের পিছনে দলীয় কর্মীদের ভয়ভীতিকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। বলেন, 'বহু এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল। আমাদের কর্মীরা ভয় পেয়ে পিছিয়ে গিয়েছেন অনেক জায়গায়। গণনাকেন্দ্র ছেড়ে চলে গিয়েছিলেন। ফলে ক্ষতি হয়েছে।' এমনকী যে জঙ্গলমহলে লোকসভায় অভাবনীয় ফল করেছিল গেরুয়া শিবির, সেখানেও এবার মুখ থুবড়ে পড়েছে বিজেপি। সেই প্রসঙ্গেও দিলীপ বলেন, 'অনেক জেতা আসন আমরা হেরে গিয়েছি। কেন এমন হল, তা খতিয়ে দেখব।'

advertisement

প্রসঙ্গত, একুশের নির্বাচনের আগে যে সমস্ত নেতারা তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছিলেন, তাঁদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জোর জল্পনা ছড়িয়েছে। বিজেপির বহু নেতা-কর্মী এবার তৃণমূল ফিরতে মরিয়া বলে খবর। যদিও সেই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ দিলীপ। তাঁর কথায়, 'গণতান্ত্রিক দেশে যে কেউ দল বদল করতে পারে। একটা দল ছেড়ে এসেছিলেন, এবার আরেকটা দলের যাবেন। গায়ের জোরে তো কাউকে আটকানো যাবে না। কিছু কিছু লোক উদ্দেশ্য নিয়ে দল করে। হাজার হাজার লোক এসেছে বিজেপিতে। এক-আধজন চলে গেলে যেতে পারেন।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জেলার বুকে একটুকরো পার্ক স্ট্রিট! বড়দিন থেকে বর্ষবরণ উৎসবের বিরাট আয়োজন, দেখুন
আরও দেখুন

ইতিমধ্যেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে জেলায় জেলায় বিক্ষোভ দেখাতে শুরু করেছে বিজেপি কর্মীরা। নিশানা থেকে বাদ যাচ্ছেন না দিলীপও। বাংলায় শোচনীয় ফলের পর শুক্রবারই প্রথমবার হুগলিতে সাংগঠনিত বৈঠক করতে গিয়েছিলেন তিনি। আর রাজ্য সভাপতিকে সামনে পেয়ে জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিক্ষুদ্ধ কর্মী-সমর্থকরা। দিলীপ অবশ্য তাঁদের পাল্টা বলে দেন, 'দরকার হলে তৃণমূলে চলে যান। কিন্তু গণ্ডগোল করে বিজেপিতে থাকা যাবে না।'

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: 'সরকারের দমবন্ধ করে দেব', হুঁশিয়ারি দিলীপের! হারের কারণ 'কর্মীদের ভয়'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল