TRENDING:

Dilip Ghosh: ‘কাল ভোট হলে কালই জিতব...’ ! আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ

Last Updated:

দিলীপ ঘোষ জানান, ‘‘কোথা থেকে দাঁড়াব সেটা আমার উপর নির্ভর করে না। পার্টির উপর নির্ভর করে। আমি তো ভোটে লড়তে আসিনি। পদ নিতে আসিনি। আমি সংগঠন করতে এসেছিলাম। দল যখন যে কাজ আমাকে দিয়েছে, আমি নিষ্ঠার সঙ্গে করেছি।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রৌনক দত্ত চৌধুরী, কলকাতা: সামনেই লোকসভা ভোট ৷ ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে ৷ অপেক্ষা এখন দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণার।
আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ (File Photo)
আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ (File Photo)
advertisement

গত লোকসভা ভোটে বিজেপির মাস্টারমাইন্ড হিসেবে যাঁকে মনে করা হতো, সেই দিলীপ ঘোষের নাম এখনও দেখা যায়নি প্রথম তালিকায়। তবে এবারের ভোটে কোন কেন্দ্র থেকে লড়তে চলেছেন, এই প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ জানান, ‘‘কোথা থেকে দাঁড়াব সেটা আমার উপর নির্ভর করে না। পার্টির উপর নির্ভর করে। আমি তো ভোটে লড়তে আসিনি। পদ নিতে আসিনি। আমি সংগঠন করতে এসেছিলাম। দল যখন যে কাজ আমাকে দিয়েছে, আমি নিষ্ঠার সঙ্গে করেছি। অন্য দল তো এখনও লিস্ট দেয়নি। আমার দল তো তবু প্রথম লিস্ট দিয়েছে। আমি নিজে মেদিনীপুরের কাজ করেছি। সেখানকার মানুষের সঙ্গে যুক্ত আছি। আমি দেড় বছর ধরে মেদিনীপুরে পরে আছি। বিশেষত আমাকে সংগঠন এর পদ থেকে বাদ দেয়ার পর ওখানেই আছি। কালকে যদি ভোট হয় আমরা ওখানে লড়ব এবং জিতব।’’

advertisement

আরও পড়ুন– আগামী ২ থেকে ৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের এই জেলায়! দিনভর আবহাওয়া কেমন থাকবে?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তিনি আরও বলেন, ‘‘মানুষ আমাকে বিশ্বাস করেছেন। কারণ আমি ওদের সঙ্গে থেকেছি।’’ অর্থাৎ দিলিপের গড় মেদিনীপুরই। এখান থেকেই লড়ে দ্বিতীয়বারের জন্য সাংসদ হতে চান বিজেপি নেতা দিলীপ ঘোষ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: ‘কাল ভোট হলে কালই জিতব...’ ! আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল