TRENDING:

Dilip Ghosh: 'কংগ্রেসের মতোই শেষ হবে তৃণমূল!' ফের কটাক্ষ দিলীপের, জবাব দিলেন সৌগত

Last Updated:

রাহুল গান্ধির বিরুদ্ধে অনাস্থা দেখিয়ে এবং ক্ষোভ প্রকাশ করে গত কয়েকদিনে কংগ্রেস ছেড়েছেন গুলাম নবি আজাদ সহ একাধিক নেতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আজই ধর্মতলায় দলের ছাত্র সমাবেশের মঞ্চ থেকে একসঙ্গে বার্তা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ আর তা নিয়েই ফের একবার শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ এ দিন সকালে তাঁর কটাক্ষ, একটি পরিবারকে বাঁচাতে গিয়ে কংগ্রেসের মতোই শেষ হয়ে যাবে তৃণমূল৷
দিলীপকে জবাব দিলেন সৌগত৷
দিলীপকে জবাব দিলেন সৌগত৷
advertisement

মাঝে কয়েক দিন কলকাতা সহ রাজ্যের কয়েকটি জায়গায় নতুন তৃণমূল লেখা ব্যানার চোখে পড়েছিল৷ সেই প্রসঙ্গ তুলে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একই মঞ্চ থেকে ভাষণের বিষয়টিকে কটাক্ষ করেছেন দিলীপ৷ ইকো পার্কে প্রাতঃভ্রমণ করতে গিয়ে তিনি বলেন, 'নতুন আর পুরনো িটএমসি এক হয়ে যাচ্ছে৷ এ সবই আসলে পাবলিক বোকা বানানোর নতুন ফান্ডা৷'

advertisement

এর পরেই কটাক্ষ করে দিলীপ বলেন, 'একটি পরিবারকে বাঁচাতে হবে, একজন নেতাকে বাঁচাতে হবে৷ তার জন্য এই সব কাণ্ড৷ এই ভাবে কংগ্রেস শেষ হল, তৃণমূলও এ ভাবেই শেষ হবে৷'

আরও পড়ুন: ছাত্র সমাবেশের মঞ্চ থেকে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাজনৈতিক মহলের নজর সেদিকেই 

advertisement

যদিও দিলীপ ঘোষের কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতারা৷ তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'দিলীপ ঘোষ অপসারিত সভাপতি৷ রোজ তার বক্তব্য কেনই বা প্রচার হবে, কেনই উত্তর দিতে হবে জানিনা৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র এবং তরুণদের নতুন দিনের দিশা দেখাবেন৷ দিলীপ ঘোষদের বড় সমাবেশ করার ক্ষমতা নেই৷ ছাত্র সমাবেশ দূরের কথা৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সাগরে বসেই মিলবে টাটকা মাল! কেক, প্যাটিস আনতে আর দৌড় নয়
আরও দেখুন

প্রসঙ্গত উল্লেখ্য, রাহুল গান্ধির বিরুদ্ধে অনাস্থা দেখিয়ে এবং ক্ষোভ প্রকাশ করে গত কয়েকদিনে কংগ্রেস ছেড়েছেন গুলাম নবি আজাদ সহ একাধিক নেতা৷ অভ্যন্তরীণ দ্বন্দ্বে রীতিমতো অস্বস্তিতে রয়েছে কংগ্রেস৷ বার বার উঠেছে পরিবারতন্ত্রের অভিযোগ৷ এবার কংগ্রেসের সঙ্গে তুলনা টেনে তৃণমূলকেও একই অস্বস্তির মধ্যে ফেলতে চাইলেন দিলীপ ঘোষ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: 'কংগ্রেসের মতোই শেষ হবে তৃণমূল!' ফের কটাক্ষ দিলীপের, জবাব দিলেন সৌগত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল