মাঝে কয়েক দিন কলকাতা সহ রাজ্যের কয়েকটি জায়গায় নতুন তৃণমূল লেখা ব্যানার চোখে পড়েছিল৷ সেই প্রসঙ্গ তুলে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একই মঞ্চ থেকে ভাষণের বিষয়টিকে কটাক্ষ করেছেন দিলীপ৷ ইকো পার্কে প্রাতঃভ্রমণ করতে গিয়ে তিনি বলেন, 'নতুন আর পুরনো িটএমসি এক হয়ে যাচ্ছে৷ এ সবই আসলে পাবলিক বোকা বানানোর নতুন ফান্ডা৷'
advertisement
এর পরেই কটাক্ষ করে দিলীপ বলেন, 'একটি পরিবারকে বাঁচাতে হবে, একজন নেতাকে বাঁচাতে হবে৷ তার জন্য এই সব কাণ্ড৷ এই ভাবে কংগ্রেস শেষ হল, তৃণমূলও এ ভাবেই শেষ হবে৷'
আরও পড়ুন: ছাত্র সমাবেশের মঞ্চ থেকে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাজনৈতিক মহলের নজর সেদিকেই
যদিও দিলীপ ঘোষের কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতারা৷ তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'দিলীপ ঘোষ অপসারিত সভাপতি৷ রোজ তার বক্তব্য কেনই বা প্রচার হবে, কেনই উত্তর দিতে হবে জানিনা৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র এবং তরুণদের নতুন দিনের দিশা দেখাবেন৷ দিলীপ ঘোষদের বড় সমাবেশ করার ক্ষমতা নেই৷ ছাত্র সমাবেশ দূরের কথা৷'
প্রসঙ্গত উল্লেখ্য, রাহুল গান্ধির বিরুদ্ধে অনাস্থা দেখিয়ে এবং ক্ষোভ প্রকাশ করে গত কয়েকদিনে কংগ্রেস ছেড়েছেন গুলাম নবি আজাদ সহ একাধিক নেতা৷ অভ্যন্তরীণ দ্বন্দ্বে রীতিমতো অস্বস্তিতে রয়েছে কংগ্রেস৷ বার বার উঠেছে পরিবারতন্ত্রের অভিযোগ৷ এবার কংগ্রেসের সঙ্গে তুলনা টেনে তৃণমূলকেও একই অস্বস্তির মধ্যে ফেলতে চাইলেন দিলীপ ঘোষ৷