TRENDING:

Dilip Ghosh: 'চুরি করলে পালাতেই হবে', কাকে নিশানা করলেন দিলীপ ঘোষ? অপেক্ষা করছেন ফলের

Last Updated:

Dilip Ghosh: সিবিআই-এর মুখোমুখি হওয়ার আগেই শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তার শিক্ষিকা মেয়ে 'নিখোঁজ'। এ প্রসঙ্গেও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ। বলেন, ''রাজনৈতিক আন্দোলন হবে। কিন্তু এই অবস্থা কেন হবে? পার্টি জয়েন করলেই মন্ত্রীত্ব। সন্দেহ প্রকাশ করছি এরা জেলে যাবে কিনা! না গেলে অবশ্য সমাজের মধ্যে হতাশা নেমে আসবে।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতায় থাকলে প্রতিদিনই ভোরে তিনি পৌঁছে যান নিউ টাউনের ইকো পার্কে। বৃহস্পতিবারও অন্যথা করলেন না বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই একের পর এক ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শানালেন তিনি। বুধবার গভীর রাতে এসএসসি নিয়ে ফের শুনানি হয় কলকাতা হাই কোর্টে। আর সেই সময়ই এসএসসি অফিস সিআরপিএফ দিয়ে ঘিরে রাখার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি অফিস আচার্য সদনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ''এখন যেটা ঘটছে, আগেই ঘটা উচিত ছিল। শিক্ষার জন্য আমরা গর্বিত ছিলাম। সেই শিক্ষা ব্যবস্থা এখন কোথায় পৌঁছে গিয়েছে। দুর্নীতি হচ্ছে। শিক্ষামন্ত্রীকে প্যারেড করে সিবিআই দফতরে যেতে হচ্ছে। এই সরকারের আমলে বাংলার সার্বিক পতন হচ্ছে। কোর্ট বুঝতে পেরেছে এই দুর্নীতি মাথার উপর উঠে গিয়েছে। তাই কোর্ট ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে। আশা করব এর ফলাফল ঠিকঠাক হবে।''
দিলীপের আক্রমণ
দিলীপের আক্রমণ
advertisement

এদিকে, সিবিআই-এর মুখোমুখি হওয়ার আগেই শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তার শিক্ষিকা মেয়ে 'নিখোঁজ'। এ প্রসঙ্গেও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ। বলেন, ''রাজনৈতিক আন্দোলন হবে। কিন্তু এই অবস্থা কেন হবে? পার্টি জয়েন করলেই মন্ত্রীত্ব। সন্দেহ প্রকাশ করছি এরা জেলে যাবে কিনা! না গেলে অবশ্য সমাজের মধ্যে হতাশা নেমে আসবে। চুরি করলে পালিয়ে বেড়াতে হয়, তাই হচ্ছে। রাষ্ট্রের অধিকার এবং ক্ষমতা আছে তাকে বের করে খুঁজে নিয়ে আসার। আমার মনে হয় এটা হবে। এই ঘটনা খুব হতাশাজনক। এক্ষেত্রে নজিরবিহীন শাস্তি হওয়া উচিত।''

advertisement

আরও পড়ুন: এসএসসি শোরগোলের মধ্যেই নজরে অনুব্রত মণ্ডল, চিঠি দিলেন CBI-কে! আজ নিজাম প্যালেসে?

অপরদিকে, মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে শিল্পে দলীয় নেতাদের নাক গলানো নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গেও দিলীপ ঘোষের কটাক্ষ, ''এইসব উনি আগেই বলেছেন, আমরাও শুনেছি। মেদিনীপুর, খড়্গপুর দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে গিয়েছে। উনি প্রতিবার এসে বড় বড় কথা বলেন, কিন্তু সমাধান হয়নি। ওঁর কন্ট্রোল করার মত কিছু নেই।'' দিলীপের সংযোজন, ''এতদিন ব্যবস্থা নেননি কেন? উনি জানতেন না অপরাধ হচ্ছে। একটা বাচ্চা ছেলেও জানে। টাকার ভাগ সবাই পেয়েছে। রাজ্যকে আর কত নীচে নাবাবেন ওঁরা।''

advertisement

আরও পড়ুন: রাত ২.৫০, এসএসসি অফিসে ঢোকে কেন্দ্রীয় বাহিনী! মাঝরাতে হাই কোর্টের বেনজির নির্দেশ

সেরা ভিডিও

আরও দেখুন
দাঁড়িয়ে থাকা ডাম্পারে সজোরে ধাক্কা, তারপরেই জ্বলে গেল ডাউদাউ করে
আরও দেখুন

এদিকে, হাবড়ায় গুলি চলা প্রসঙ্গও দিলীপ ঘোষ বলেন, ''রোজই গুলি চলছে। নির্বাচনে এরা জিতিয়ে দেয় তাই সরকার এদের খোলা ছুট দিয়েছে। ওরাও জানে ওদের কিছু হবে না। এর সমাধান নেই। এই সরকারের পক্ষে সমাধান করা সম্ভবও নয়। প্রতিদিন খুন, ধর্ষন, গুলি সহ নানান অপরাধ বাড়ছে, তাতে মনে হচ্ছে পুলিশের সংখ্যা কম আছে, না হয় যোগ্যতা নেই, না হয় পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না।''

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: 'চুরি করলে পালাতেই হবে', কাকে নিশানা করলেন দিলীপ ঘোষ? অপেক্ষা করছেন ফলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল