প্রসঙ্গ: বউবাজার মেট্রো বিপর্যয়ে ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের
দিলীপ ঘোষ: সে ঠিক আছে। পাপের প্রায়শ্চিত্ত করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বউবাজারে এই অবস্থা। বারেবারে ভেঙে পড়ছে। এভাবে চলতে পারে না। তাঁরা স্থায়ী সমাধান চায়। কেন্দ্র-রাজ্য সরকার, মেট্রোর যারা এক্সপার্ট আছেন, সমস্যা খুঁজে বার করুক।
প্রসঙ্গ: অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে তলব ইডি-র
দিলীপ ঘোষ: দিল্লিতে অনেককে তলব করা হচ্ছে। নিচু থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত হবে। দুর্নীতি হয়েছে, অনেক মানুষ যুক্ত আছেন। যারা সরকারে আছেন, সকলে সুবিধা নিয়েছেন। ডালপালা ধরে আস্তে আস্তে কাণ্ডের দিকে যাচ্ছে ।
advertisement
প্রসঙ্গ: গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে ভারত ১০৭-এ
দিলীপ ঘোষ: ভারতের লোক খেয়ে পড়ে বেঁচে আছে। একটা লোকও মরে যায়নি। যারা খাওয়াতে পারছে না নিজের দেশের লোককে, তারা আমাদের সার্টিফিকেট দিচ্ছে, ওই সার্টিফিকেটের কোনও দাম নেই। আমরা শুধু খাচ্ছি না, শ্রীলঙ্কা আফগানিস্তানের লোককে খাওয়াচ্ছি। ১০০ দেশের ভ্যাকসিন দিয়েছি। দু'বছর সব বন্ধ থাকার মধ্যেও রেল সড়কে আমরা কত এগিয়েছি। ভারত নিজের ইনডেক্স নিজে করে।
আরও পড়ুন: ঘুষ দিয়েও চাকরি না পেয়ে আত্মঘাতী যুবক, ইনসাফ চাইতে অভিনব নিদান মীনাক্ষীর
প্রসঙ্গ: পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সহ সভাপতি বলেছেন রাজ্যে বিজেপি-কে মিটিং মিছিল করতে দেওয়া হবে না
দিলীপ ঘোষ: দেখা যাবে কে কী করতে পারেন। বাংলা থেকে উপরে ফেলে দেবে তৃণমূলকে।
প্রসঙ্গ: তাপস-সুদীপ তরজা অব্যাহত
দিলীপ ঘোষ: দেখুন সমস্যা কোথায় পৌঁছেছে। যারা সর্বোচ্চ নেতা, প্রথম দিন থেকে তৃণমূলে আছেন, 'দিদি'র সঙ্গে আছেন, বিশ্বস্ত, আজ তাদের মধ্যে অবিশ্বাসের পরিবেশ।
আরও পড়ুন: কোথায় বর্ষা বিদায়, চলবে বৃষ্টি! আগামী সপ্তাহ নিয়ে বড় পূর্বাভাস হাওয়া অফিসের
প্রসঙ্গ: বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সোজা হয়ে আসবেন, শুয়ে বেরোবেন। ব্যালট বক্সে মহিলারা চু কিতকিত খেলবে। মন্তব্য করেন বজবজের তৃণমূল নেতা বুচান বন্দ্যোপাধ্যায়
দিলীপ ঘোষ: মহিলাদের সঙ্গে থাকুন। কাপুরুষ হিজরারা মহিলাদের সঙ্গে নিজেকে সুরক্ষিত মনে করেন। দিলীপ ঘোষের সামনে এসো না, বুকের উপর পা দিয়ে চলে যাবে।