বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ যেমন চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন দিলীপ ঘোষকে। সোশ্যাল মিডিয়ায় সৌমিত্র লিখেছেন, ”একজন “ত্যাগী” থেকে কিভাবে “ভোগী” হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি Dilip babu. বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ নিজেই তাদের পথ অনুসরণ করছেন। কতটা নির্লজ্জ হলে এমন “আদর্শবান পুরুষ” হওয়া যায় তা চিন্তার বিষয়! বাংলার বিজেপি র লজ্জা আপনি।” (বানান অপরিবর্তীত)
advertisement
দিলীপ ঘোষ মানেই চমক। তা সে রাজনীতি হোক বা ‘বিবাহ অভিযান’। দিলীপ ঘোষ মানেই স্পটলাইট কেড়ে নেবেন তিনিই। অন্যথা হল না দিঘার জগন্নাথ ধাম উদ্বোধনের দিনও। গোটা বিজেপি শিবির যেখানে দিঘার থেকে দূরত্ব বজায় রাখল, সেখানে বিকেল ঘনাতেই স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে দিলীপ পৌঁছে গেলেন সেই দিঘার জগন্নাথ ধাম দর্শনে। শুধু গেলেনই না, তাঁকে মন্দির ঘুরিয়ে দেখালেন তৃণমূলের অরূপ বিশ্বাস, কুণাল ঘোষরা। আর দিলীপ ঘোষ সস্ত্রীক দিঘা ঘুরে যাওয়ার পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন কুণাল। দিঘার জগন্নাথ মন্দির শিলান্যাসের সময় মমতার পাশে ছিলেন শুভেন্দু, আর উদ্বোধনের দিন মমতার পাশে দিলীপ ঘোষ। দুই ছবি দিয়ে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
কুণালের কথায়, ”দিলীপ ঘোষ আজ শুভেন্দুর বুকের উপর দিয়ে এলেন। যারা যারা মন্দির নিয়ে বিরোধিতা করেছিলেন তাদের জবাব দিলেন। অসৌজন্যের রাজনীতি করছেন অনেকে। যারা দিলীপ ঘোষকে সহ্য করতে পারেন না তারা এই সব করছেন। কাদের গা জ্বলছে একবার বুঝে নিন। আসলে দিলীপ বাবু আসল হিন্দু। দেখুন ছবি শিলান্যাসের সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে শুভেন্দু অধিকারী ও আজ উদ্বোধনে দিলীপ ঘোষ।”
কাঁথিতে সনাতনী সমাবেশের ফাঁকে দিলীপের দিঘা যাওয়া প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”বিরোধী দলনেতা হিসেবে হিন্দুত্বের প্রশ্ন করুন, সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন করলে উত্তর দেব। বিজেপি-র ব্যাপারে দলের দায়িত্বশীল ব্যক্তিকে জিজ্ঞেস করবেন। দলের অবস্থান ঘোষিত হলে, তাকে সমর্থন করার দায়িত্ব আমার। কিন্তু কোনও ব্যক্তি কী করবেন, কী বলবেন, তার উত্তর আমি দেব না।”