প্রসঙ্গত, খুনের চেষ্টার অভিযোগে শিবঠাকুর মণ্ডল মামলা করেছিলেন গরু পাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এদিন সেই মামলাতে জামিন পেলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা। দুবরাজপুরে আদালতে ২ হাজার টাকার বন্ডে জামিন পান অনুব্রত।অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করে রাজ্য পুলিশ।
advertisement
সরকারি আইনজীবী এদিন আদালতে জানায়, ৭ দিন পুলিশ হেফাজতে ছিলেন অনুব্রত। এর মধ্যে ৬ দিন অনুব্রত কোনও কথা বলেননি। সপ্তম দিনে তিনি কিছু বলেছিলেন। তাই এই মামলার আরও বেশ কিছু তথ্য উঠে এসেছে। ফলে অনুব্রতকে আরও কিছু সময়ের জন্য হেফাজতের প্রয়োজন। তাই এখনই জামিন দেওয়া উচিত নয়। তবে সব পক্ষের কথা শুনে এদিন আদালত অনুব্রতকে জামিন দেয়। শিব ঠাকুর মামলায় অনুব্রতর তরফে জামিনের আবেদন করা হয়। তার বিরোধিতা করে সরকারি আইনজীবী।
আরও পড়ুন: 'সিনেমাটা বেশি ভাল বুঝি...' দেবের মন্তব্যে ফের 'কটাক্ষ' কুণালের! প্রজাপতি-মিঠুন-নন্দন তরজা তুঙ্গে
আইনজীবী জানান, এখনও পর্যন্ত বেশ কিছু তথ্য উঠে এসেছে। এরপরেই জামিন চেয়ে আবেদন করেন অনুব্রতর আইনজীবী। রেকর্ড দেখে বিচার করুন বলেও আবেদন করেন তিনি। এরপরে সরকারি আইনজীবী বলেন, 'খুনের চেষ্টার মত একটা ঘটনা তাই আরও তথ্য দরকার। বিরোধিতা করছি জামিনের। এই মামলার শুনানিতে তদন্তকারী অফিসার জানান, 'বেশ কিছু তথ্য পেয়েছি তবে নিরাপত্তা রক্ষী কে ছিল জানতে হবে।এদিন আদালত কক্ষ ছেড়ে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। তাঁকে প্রশ্ন করা হয়, 'জামিন পেলেন, কেমন লাগছে?' উত্তরে অনুব্রত জানান, 'ভালো লাগছে'।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী