TRENDING:

বিজেপির নবান্ন অভিযান নিয়ে অনিশ্চয়তা!  ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযান হবে কিনা সোমবার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

Last Updated:

নজরে আদিবাসী ভোট ব্যাঙ্ক! 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  দুর্নীতি ইস্যুতে আগামী সাত সেপ্টেম্বর বিজেপির তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। নবান্ন অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যেই কলকাতা সহ জেলায় জেলায় চলছে গেরুয়া শিবিরের প্রস্তুতি বৈঠক। ৭ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওই দিন আদিবাসী সম্প্রদায়ের করম উৎসবের  জন্য পিছিয়ে যেতে পারে বিজেপির নবান্ন অভিযান। এমনটাই গেরুয়া শিবির সূত্রের খবর।
Nabanna Abhijan campaign may be in doldrum
Nabanna Abhijan campaign may be in doldrum
advertisement

আগামী ৭ তারিখ নবান্ন অভিযান হবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই দলীয় স্তরে শুরু হয়েছে আলোচনা। জঙ্গলমহলকে এবার বিশেষ টার্গেট করেছে বঙ্গ বিজেপি। বিজেপি নেতৃত্বরা মনে করছে সেই দিন নবান্ন অভিযান হলে আদিবাসী সম্প্রদায়ভুক্ত এলাকার জনপ্রতিনিধি এবং মানুষজন তাদের অভিযানে অংশ নিতে পারবেন না। সেই কারণেই নবান্ন অভিযান পিছিয়ে দেওয়ার ভাবনা শুরু হয়েছে বলে জানা গেছে। গত লোকসভা এবং বিধানসভা ভোটে জঙ্গলমহলের সমর্থন বিজেপির পক্ষেই ছিল। তাই তাঁদের কথা মাথায় রেখেই দিনবদল করা হতে পারে।

advertisement

আরও পড়ুন -   Mimi Chakraborty Photos: ‘‘শাড়িতে নারী’’, দুধ সাদা ত্বকের ঔজ্জ্বল্য আরও বাড়িয়ে দিল শিফন শাড়ি, ভাইরাল মিমির ফটো

দলীয় নেতৃত্বের একাংশের বক্তব্য, আগামী ছয়, সাত ও আট সেপ্টেম্বর আদিবাসীদের উৎসব রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ,বাঁকুড়া সহ জঙ্গলমহলের একাধিক আদিবাসী অধ্যুষিত অঞ্চলে। সে কারণেই নবান্ন অভিযানের দিনক্ষণ পরিবর্তনের কথা ভাবছে বিজেপির রাজ্য নেতৃত্ব। জঙ্গলমহল কিম্বা উত্তরবঙ্গে বিজেপির সংগঠন শক্তিশালী। তাই উৎসবের মরশুমে যদি নবান্ন অভিযান করা হয় সেক্ষেত্রে আদিবাসী সম্প্রদায়ভুক্ত দলীয় কর্মী সমর্থকরা অংশ নিতে পারবেন না। এই সমস্ত এলাকার বিধায়ক, সাংসদরাও আদিবাসীদের উৎসবে পাশে থাকতে পারবে না।

advertisement

আরও দেখুন - Weather News: ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে, নিম্নচাপের জেরে কোথায় কোথায় বৃষ্টি, দেখুন ভিডিও

তাই  সমস্ত দিক খতিয়ে দেখেই ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের দিনক্ষণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে বঙ্গ পদ্ম শিবির। দলীয় সূত্রের খবর,  সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবান্ন অভিযানের ভাবনা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘‘৭ সেপ্টেম্বর নবান্ন অভিযান হবে কিনা বা হবে না, এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আগের সিদ্ধান্তই পুনর্বহাল রয়েছে। আগামীকাল, সোমবার দলীয় স্তরে বৈঠকের মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

VENKATESWAR LAHIRI

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিজেপির নবান্ন অভিযান নিয়ে অনিশ্চয়তা!  ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযান হবে কিনা সোমবার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল