TRENDING:

শান্তিকুঞ্জে আরও পদ্ম! মোদির 'মন কি বাত' মন দিয়ে শুনলেন তৃণমূল সাংসদ, শুভেন্দুর ভাই দিব্যেন্দুকে নিয়ে জল্পনা তুঙ্গে

Last Updated:

Dibyendu Adhikari-Maan Ki Baat: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ পদ্ম শিবিরের অন্যান্যদের পাশাপাশি এবার 'মন কি বাত' মন দিয়ে শুনলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: তৃণমূল সাংসদের অফিসেও চলল প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান। অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার কিছু নেই। বাস্তব এটাই। বঙ্গ পদ্ম শিবিরের নেতা থেকে কর্মী সমর্থক। রবিবারও তাঁদের দেখা গেল প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের আয়োজনে নানাভাবে অংশ নিতে।
'মন কি বাত' শুনছেন দিব্যেন্দু
'মন কি বাত' শুনছেন দিব্যেন্দু
advertisement

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ পদ্ম শিবিরের অন্যান্যদের পাশাপাশি এবার ‘মন কি বাত’ মন দিয়ে শুনলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীও। আর তা নিয়েই জল্পনা তৈরি হয়। তাহলে কি শান্তিকুঞ্জে নতুন বছরে আরও একটি পদ্ম ফুল ফোটার অপেক্ষা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নানা মহলে। দিব্যেন্দু অধিকারী। যিনি খাতায় কলমে এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ। যদিও তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে। শাসক দলের কোনও রাজনৈতিক কর্মসূচিতেই তাঁর দেখা পাওয়া যায় না। যদিও দাদা শুভেন্দু অধিকারী যখন শাসক দল থেকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে রোজ একের পর এক অভিযোগের বোমা ফাটিয়েই চলেছেন তখন রাজনীতিতে ‘নীরব’ তাঁর ভাই দিব্যেন্দু।

advertisement

আরও পড়ুন- রাশিফল ১ জানুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন

কিন্তু গতকাল, রবিবার নিজের সাংসদ অফিসে বসে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন তমলুকের তৃণমূলের টিকিটে জয়ী হওয়া সাংসদ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। আর তারপরেই জল্পনা তৈরি হল। নতুন বছরে তাহলে কি শান্তিকুঞ্জের বাগানে ফুটতে চলেছে আরও একটি পদ্ম ফুল? বিজেপিতে যোগ দেবেন দিব্যেন্দু? এই প্রশ্ন এড়িয়ে গেলেও তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘‘প্রধানমন্ত্রী তো গোটা দেশের প্রধানমন্ত্রী। তাঁর মনের কথা শোনায় অপরাধ কোথায়? প্রশ্ন তুলে নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে দিব্যেন্দু বললেন, ‘তৃণমূলের অনেকেই আছেন প্রধানমন্ত্রীর সঙ্গে লুকিয়ে দেখা করেন। আমি যা করি সামনা সামনি। প্রধানমন্ত্রীর সঙ্গে আমারও দেখা করার ইচ্ছে আছে। অনেক কথা আছে। সুযোগ পেলে বলব।’’

advertisement

আরও পড়ুন-রাশিফল ১ জানুয়ারি; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

লোকসভা ভোটের আগে বছরের শেষে আরও একটি ‘মন কি বাত’ অনুষ্ঠান হল। তাৎপর্যপূর্ণ বিষয় হল এবার মোদির ১০৮ তম ‘মন কি বাত’ এর গোটা অনুষ্ঠান নিজের সাংসদ অফিসে বসে টেলিভিশনে শুনলেন দিব্যেন্দু অধিকারী। যে ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর হাত ধরে গত বিধানসভা নির্বাচনের আগে শান্তিকুঞ্জের বাগানে ফুটেছে জোড়া পদ্ম। শান্তিকুঞ্জের বর্ষীয়ান সদস্য তথা তৃণমূলের টিকিটে জেতা কাঁথির সাংসদ শিশির অধিকারী কিংবা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেননি। তবে শিশির অধিকারীকে নিজের জেলায় গত বিধানসভা ভোটের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক সভায় একই মঞ্চে দেখা গিয়েছিল। কিন্তু দিব্যেন্দু অধিকারীকে পদ্ম শিবিরের কোনও কর্মসূচিতেই এ যাবৎ দেখা যায়নি। কিন্তু হঠাৎ করে প্রধানমন্ত্রীর মনের কথা মন দিয়ে রবিবার দিব্যেন্দু অধিকারী শোনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
শান্তিকুঞ্জে আরও পদ্ম! মোদির 'মন কি বাত' মন দিয়ে শুনলেন তৃণমূল সাংসদ, শুভেন্দুর ভাই দিব্যেন্দুকে নিয়ে জল্পনা তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল