পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদহ থেকে ছেড়ে এ দিন সকালে ওই লোকাল ট্রেনটি ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল৷ সেই সময় আচমকাই রেল লাইনের উপরে রেলেরই একটি স্লিপার বা কংক্রিটের বড় টুকরো দেখতে পান ট্রেন চালক৷ দূর থেকে তা নজরে আসতেই জরুরি ভিত্তিতে ব্রেক কষে ট্রেনটিকে নিরাপদ দূরত্বে দাঁড় করান তিনি৷ দেউলা ও মগরাহাট স্টেশনের মাঝে এই ঘটনা ঘটে৷
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে এসে রেল পুলিশ ওই কংক্রিটের স্লিপার সরিয়ে দেওয়ার পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি৷ পূর্ণ গতিতে থাকা ট্রেনটি কোনওভাবে ওই স্লিপারে এসে ধাক্কা মারলে ডায়মন্ড হারবার লোকাল বেলাইন হওয়ারও সম্ভাবনা ছিল৷ সেক্ষেত্রে প্রশ্নের মুখে পড়ত যাত্রী নিরাপত্তা৷ রেল কর্তাদের অভিযোগ, সম্ভবত ধর্মঘটের সমর্থকরাই ট্রেন চলাচল ব্যাহত করতে এই দায়িত্বজ্ঞানহীন কাজ করেন৷ যা যাত্রীদের প্রাণহানির কারণও হতে পারত৷
শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার লোকালের চালকের তাৎক্ষণিক বুদ্ধির জোরেই বড় বিপত্তি এড়ান সম্ভব হয়৷ ওই চালককে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ৷
এর পাশাপাশি এ দিন মগরাহাট ও দেউলা স্টেশনের মাঝে ওভারহেড তারে কলাপাতা ছুড়ে ফেলেও ট্রেন চলাচল ব্যাহত করার চেষ্টা হয়৷ সময় মতো সেই কলাপাতা সরিয়ে পরিষেবা স্বাভাবিক করেন রেলকর্মীরা৷