এদিন সংসদ হিসাবে লোকসভা অধিবেশনে নিজের ‘শেষ’ বক্তব্য পেশ করেন দেব৷ পুরো বক্তৃতাই করেন বাংলা ভাষায়৷ এদিন ঘাটাল অ্যাকশন প্ল্যান প্রসঙ্গে কথা বলতে গিয়ে দেব বলেন, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে৷ আজ শেষবারও, আজকে আমার শেষ দিন পার্লামেন্টে৷ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাই৷ ১৯৫০ থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালের মানুষের অনেক দিনের কষ্ট, অনেক বেদনা৷ আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যে, এটা কোনও টিএমসি-র সমস্যা নয়, এটা কোনও বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা৷’’
advertisement
দেব বলেন, ‘‘দলকে সাইডে রেখে, মানুষের কথা ভেবে, নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা এক্সিকিউট হয়৷ মানুষ বন্যার জন্য যেভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, মানুষ যেন তার সেই ফলটা পায়৷ মানুষের স্বপ্ন যেন সত্যি হয়৷’’
আরও পড়ুন: ফের ৪ শতাংশ DA বাড়ালেন মমতা..রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! কবে থেকে নতুন বেতন?
এরপরে, দেব বলেন, ‘‘আমি থাকি বা না থাকি, এমপি (সাংসদ) হিসাবে৷ ঘাটালের মানুষের দুঃখটা যেন মিটে যায়৷ আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনের মধ্যে সবসময় থাকবে।’’
নিজের বক্তৃতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন দেব৷ পাশাপাশি, নিজের লোকসভা কেন্দ্রের প্রতিটা মানুষকে, যাঁরা তাঁকে ভোটার দিয়েছেন, যাঁরা দেননি প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন দেব৷
গত শনিবার আচমকাই সাংসদ হিসেবে তিনটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেন দেব৷ সাংসদ হিসেবে ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান ছিলেন দেব৷ সেই পদ থেকে ইস্তফা দেন তিনি৷ এ ছাড়াও ঘাটাল কলেজের সভাপতি এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন দেব৷
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য দেবকেই আগামী লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে ফের প্রার্থী করার ইঙ্গিত দিয়েছিলেন৷ যদিও তিনি নিজে প্রার্থী হতে কতটা আগ্রহী, দেবের সাম্প্রতিক ইস্তফার পর তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ এর আগে দেব নিজেও ইঙ্গিত দিয়েছিলেন, নির্বাচনে লড়াই করতে আর আগ্রহী নন তিনি৷
আরও পড়ুন: ‘হুইলচেয়ারে করে এসেছিলেন ভোট দিতে…,’ আর হবেন না সাংসদ..মনমোহনের ভূয়সী প্রশংসায় মোদি
রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে তবে কি রাজনৈতিক জীবনে কি ইতি টানছেন দেব? সাংসদ জীবনে দাঁড়ি টানার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি? তারপরেই গতকালের ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে ফের জল্পনা বাড়িয়ে দিলেন তৃণমূলের তারকা সাংসদ৷ তাঁর আজকের বক্তব্যও ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷