TRENDING:

Dev: কোন শর্তে ফের ভোটে দাঁড়াতে রাজি হলেন? সরস্বতী পুজোয় ফাঁস করলেন দেব

Last Updated:

প্রতি বছরের মতো এবারও নিজের অফিসে সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন দেব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কয়েকদিন ধরে চলতে থাকা টানাপোড়েন মিটেছে৷ এবার তাই সরস্বতী পুজোয় বাড়তি খুশি সাংসদ দেব৷ তার কারণও জানালেন ঘাটালের তারকা সাংসদ৷ দেব জানিয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়ার স্বপ্ন এতদিনে পূর্ণ হতে চলেছে৷ সেই কারণেই এবারের সরস্বতী পুজো তাঁর কাছে স্পেশ্যাল৷
দেবের দাব মেনে নিলেন মমতা- অভিষেক৷
দেবের দাব মেনে নিলেন মমতা- অভিষেক৷
advertisement

একই সঙ্গে দেব জানিয়েছেন, লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য তৃণমূল শীর্ষ নেতৃত্বকে একটিই শর্ত দিয়েছিলেন তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব মেনে নেওয়াতেই তিনি ফের ঘাটাল থেকে ভোটে লড়তে রাজি হয়েছেন বলে জানিয়েছেন দেব৷

আরও পড়ুন: দিঘায় গিয়ে রাতে আর এই কাজ নয়! জারি নতুন নির্দেশ, নিয়ম না জানলেই বিপদ

advertisement

কিন্তু কী ছিল সেই শর্ত? দেব জানিয়েছেন, একমাত্র ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়নের প্রতিশ্রুতি পেলেই তিনি ভোটে লড়বেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন৷ দু জনেই তাঁর কথা রাখায় ফের তিনি রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে এ দিন জানিয়েছেন দেব৷

প্রসঙ্গত, তিনি ভোটে না দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করার পর গত শনিবার দেবের সঙ্গে প্রথমে বৈঠক করেন অভিষেক৷ এর পরে কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন দেব৷ তার পরই মত বদল করে ভোটে দাঁড়ানোর কথা ঘোষণা করেন দেব৷

advertisement

ঘাটালের সাংসদ বলেন, ‘যবে থেকে ঘাটালের সাংসদ হয়েছি, চেয়েছিলাম মাস্টার প্ল্যানের পরিকল্পনা যাতে সফল হয়৷ আমি সস্তার বিনোদনের জন্য রাজনীতি করি না৷ মানুষের জন্য কাজ করতে চাই৷ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব রাখা মাত্র তিনি রাজি হন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন ঘাটাল মাস্টারপ্ল্যান কার্যকর করা হবে৷ এখন এটাই আমার পাখির চোখ৷’

advertisement

প্রতি বছর বন্যায় চরম দুর্গতির মধ্যে পড়েন ঘাটালবাসী৷ বন্যার কবল থেকে ঘাটালকে বাঁচাতে তৈরি হওয়া ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ অর্থ বরাদ্দ হওয়ার অভাবে কয়েক দশক ধরে আটকে রয়েছে৷ বিষয়়টি নিয়ে সংসদেও সরব হয়েছেন দেব৷ যদিও কয়েকদিন আগে আরামবাগে সভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, কেন্দ্র অর্থ বরাদ্দ না করলেও রাজ্য সরকারই ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু করবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে ব্যবসা শুরু, এখন দেখার মতো অবস্থা! অন্যদের দেখাচ্ছেন অঢেল আয়ের পথ
আরও দেখুন

প্রতি বছরের মতো এবারও নিজের অফিসে সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন দেব৷ সেখানে এসেই সাংসদ দাবি করেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আশ্বাস মেলার কারণেই এবারের সরস্বতী পুজো তাঁর কাছে আরও স্পেশ্যাল৷ তার উপর আগামী ১৬ তারিখ থেকে তাঁর নতুন ছবি খাদানের শ্যুটিংও শুরু করবেন দেব৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dev: কোন শর্তে ফের ভোটে দাঁড়াতে রাজি হলেন? সরস্বতী পুজোয় ফাঁস করলেন দেব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল