TRENDING:

Dev: 'ভুল করে সেদিন পাগলু গানটা গেয়েছিলাম', ১৪ বছর পর স্বীকার করলেন দেব

Last Updated:

২০১১ সালের ওই ঘটনার পর ২০১৪ সালে তৃণমূলের হয়ে ঘাটাল থেকে লোকসভা নির্বাচনে দেবকে প্রার্থী করে তৃণমূল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তখনও রাজনীতিতে পা রাখেননি তিনি৷ কিন্তু রাজনৈতিক মঞ্চে এসেই তৈরি করেছিলেন বিতর্ক৷ সৌজন্য তাঁরই ছবির জনপ্রিয় পাগলু গান৷ ২০১১ সালে তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে দেবের সেই গান গাওয়া নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল৷ প্রায় ১৪ বছর পর সেই ঘটনার জন্য প্রকাশ্যেই ভুল স্বীকার করে নিলেন ঘাটালের তৃণমূল সাংসদ৷
ভুল স্বীকার করলেন দেব৷ ছবি- ফেসবুক৷
ভুল স্বীকার করলেন দেব৷ ছবি- ফেসবুক৷
advertisement

এ দিন কলকাতার ধনধান্যে স্টেডিয়ামে স্টেুডেন্ট উইক-এর সমাপ্তি অনুষ্ঠানে হাজির ছিলেন দেব৷ সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে ১৪ বছর আগের ঘটনার কথা টেনে আনেন তৃণমূল সাংসদ৷

আরও পড়ুন: প্রত্যার্পণের চাপ ঢাকার, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে দিল নয়াদিল্লি! বড় সিদ্ধান্ত মোদি সরকারের

দেব বলেন, ‘২০১১ সালে আমি তখন একদমই নতুন৷ এখনও নতুন৷ ভুল করে পাগলু গানটা গেয়েছিলাম৷ আমি তখন বুঝিনি এই মঞ্চে ওই গান গাওয়া উচিত নয়৷ আমি সেদিন নিজে থেকে গাইনি৷ এতদিন বলিনি, বা বলার সুযোগ পাইনি৷ মঞ্চের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষই গানটা ধরিয়ে দিয়েছিলেন৷ আজকে আবার সেরকমই দিন৷ কিন্তু আজকে আবার সেরকমই একটি দিন৷’

advertisement

২০১১ সালের ওই ঘটনার পর ২০১৪ সালে তৃণমূলের হয়ে ঘাটাল থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন দেব৷ ২০১৪-র পর ২০১৯ এবং ২০২৪ সালের ভোটে জিতে জয়ের হ্যাটট্রিক করে ফেলেছেন তৃণমূলের তারকা সাংসদ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dev: 'ভুল করে সেদিন পাগলু গানটা গেয়েছিলাম', ১৪ বছর পর স্বীকার করলেন দেব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল