TRENDING:

Dev: 'ভুল করে সেদিন পাগলু গানটা গেয়েছিলাম', ১৪ বছর পর স্বীকার করলেন দেব

Last Updated:

২০১১ সালের ওই ঘটনার পর ২০১৪ সালে তৃণমূলের হয়ে ঘাটাল থেকে লোকসভা নির্বাচনে দেবকে প্রার্থী করে তৃণমূল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তখনও রাজনীতিতে পা রাখেননি তিনি৷ কিন্তু রাজনৈতিক মঞ্চে এসেই তৈরি করেছিলেন বিতর্ক৷ সৌজন্য তাঁরই ছবির জনপ্রিয় পাগলু গান৷ ২০১১ সালে তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে দেবের সেই গান গাওয়া নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল৷ প্রায় ১৪ বছর পর সেই ঘটনার জন্য প্রকাশ্যেই ভুল স্বীকার করে নিলেন ঘাটালের তৃণমূল সাংসদ৷
ভুল স্বীকার করলেন দেব৷ ছবি- ফেসবুক৷
ভুল স্বীকার করলেন দেব৷ ছবি- ফেসবুক৷
advertisement

এ দিন কলকাতার ধনধান্যে স্টেডিয়ামে স্টেুডেন্ট উইক-এর সমাপ্তি অনুষ্ঠানে হাজির ছিলেন দেব৷ সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে ১৪ বছর আগের ঘটনার কথা টেনে আনেন তৃণমূল সাংসদ৷

আরও পড়ুন: প্রত্যার্পণের চাপ ঢাকার, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে দিল নয়াদিল্লি! বড় সিদ্ধান্ত মোদি সরকারের

দেব বলেন, ‘২০১১ সালে আমি তখন একদমই নতুন৷ এখনও নতুন৷ ভুল করে পাগলু গানটা গেয়েছিলাম৷ আমি তখন বুঝিনি এই মঞ্চে ওই গান গাওয়া উচিত নয়৷ আমি সেদিন নিজে থেকে গাইনি৷ এতদিন বলিনি, বা বলার সুযোগ পাইনি৷ মঞ্চের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষই গানটা ধরিয়ে দিয়েছিলেন৷ আজকে আবার সেরকমই দিন৷ কিন্তু আজকে আবার সেরকমই একটি দিন৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০১১ সালের ওই ঘটনার পর ২০১৪ সালে তৃণমূলের হয়ে ঘাটাল থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন দেব৷ ২০১৪-র পর ২০১৯ এবং ২০২৪ সালের ভোটে জিতে জয়ের হ্যাটট্রিক করে ফেলেছেন তৃণমূলের তারকা সাংসদ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dev: 'ভুল করে সেদিন পাগলু গানটা গেয়েছিলাম', ১৪ বছর পর স্বীকার করলেন দেব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল