এ দিন কলকাতার ধনধান্যে স্টেডিয়ামে স্টেুডেন্ট উইক-এর সমাপ্তি অনুষ্ঠানে হাজির ছিলেন দেব৷ সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে ১৪ বছর আগের ঘটনার কথা টেনে আনেন তৃণমূল সাংসদ৷
দেব বলেন, ‘২০১১ সালে আমি তখন একদমই নতুন৷ এখনও নতুন৷ ভুল করে পাগলু গানটা গেয়েছিলাম৷ আমি তখন বুঝিনি এই মঞ্চে ওই গান গাওয়া উচিত নয়৷ আমি সেদিন নিজে থেকে গাইনি৷ এতদিন বলিনি, বা বলার সুযোগ পাইনি৷ মঞ্চের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষই গানটা ধরিয়ে দিয়েছিলেন৷ আজকে আবার সেরকমই দিন৷ কিন্তু আজকে আবার সেরকমই একটি দিন৷’
advertisement
২০১১ সালের ওই ঘটনার পর ২০১৪ সালে তৃণমূলের হয়ে ঘাটাল থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন দেব৷ ২০১৪-র পর ২০১৯ এবং ২০২৪ সালের ভোটে জিতে জয়ের হ্যাটট্রিক করে ফেলেছেন তৃণমূলের তারকা সাংসদ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2025 5:23 PM IST