পড়ুয়া ভর্তির ক্ষেত্রে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিকে সতর্ক করা হয়েছে। স্পষ্ট নির্দেশ, মেধার ভিত্তিতেই অনলাইন অ্যাডমিশন করতে হবে। ছাত্র-ছাত্রীদের থেকে কোনও টাকা নেওয়া যাবে না ভর্তির জন্য। কাউন্সিলিং-এর নাম করে কোনও পড়ুয়াকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ডাকা যাবেনা। স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে নিজস্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য ৮০ শতাংশ, বাইরের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে।
advertisement
বিএডে ভর্তির বিজ্ঞপ্তিও পৃথকভাবে জারি করল উচ্চশিক্ষা দফতর। বিএড ইমেজ এই কোর্সগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। বিজ্ঞপ্তিতে উচ্চশিক্ষা দফতর জানিয়েছে, ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে ২৯ সেপ্টেম্বর-এর মধ্যে। ক্লাস শুরু করতে হবে ১১ অক্টোবরের মধ্যে। বি এড বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় ৬০০ বিএড কলেজে রয়েছে। কোনও ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে ফর্ম ফিল আপের ক্ষেত্রে টাকা নেওয়া যাবে না। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, ছাত্র-ছাত্রী ভর্তির জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি কোনওরকম হেল্পডেস্কও করতে পারবে না।