পুরসভা সূত্রের খবর, করোনার মতো ডেঙ্গিকেও যাতে ‘নোটিফায়েড ডিজিজ’ঘোষণা করা হয়, সে জন্য রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছিল কলকাতা পুরসভা৷ কিন্তু, কেন্দ্র তেমন কোনও সিদ্ধান্তের কথা জানায়নি৷
আরও পড়ুন:CPIM সমন্বয় কমিটিতে থাকছে না, সিপিআই তাহলে কী করছে? ‘ইন্ডিয়া’ নিয়ে বড় পরীক্ষা বামেদের
কেন্দ্র ডেঙ্গিকে ‘নোটিফায়েড ডিজিজ’ না করলেও একটি ‘নোটিফায়েড ডিজিজ-এর ক্ষেত্রে প্রশাসন যে সমস্ত ব্যবস্থা নিয়ে থাকে, কলকাতা পুরসভার তরফেও তেমনটা করা হয়েছে বলে জানা গিয়েছে পুর কর্তৃপক্ষের তরফে৷ করোনার মতোই ডেঙ্গিতেও হাসপাতালে সংরক্ষিত বেডের ব্যবস্থা করছে কলকাতা পুরসভা।
advertisement
পুরসভার ২ হাসপাতালে শতাধিক বেড সংরক্ষিত রাখা হবে বলে সূত্রের খবর। আরবান কমিউনিটি হেলথ সেন্টারে রাখা হচ্ছে ৪০-১০০টি বেড। পাশাপাশি, কলকাতার বাসিন্দাদের জন্য পুরসভার জরুরি ডেঙ্গি হেল্পলাইনও চালু করেছে।
এদিন রাজধানীর ডেঙ্গি পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন মেয়র ফিরহাদ হাকিম৷ কলকাতা পুরসভার ওয়ার্ড ভিত্তিক ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা হয়৷ গত ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৩৮৭০ জন ডেঙ্গি আক্রান্ত বলে পুরসভা সূত্রের খবর।
Dengue Fever in West Bengal : বাড়ছে ডেঙ্গি আতঙ্ক, কলকাতাবাসীর জন্য হেল্পলাইন চালুর ভাবনা পুরসভার