TRENDING:

Dengue Death: রাজ্যজুড়ে জ্বরের আতঙ্কের মধ্যে ডেঙ্গুর থাবা কলকাতায়? যুবকের মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য বরানগরে...

Last Updated:

(Dengue Death: কলকাতায় (Kolkata) আবার উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মশার কামড় খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। বেলা গড়িয়ে বিকেল হতেই তাদের ব্যস্ততা বেড়ে যায় নিমেশে। আবার মাঝে মধ্যে মাথার উপরেও একঝাঁক ঘুরে বেড়ায়। তবে আরও যন্ত্রণাদায়ক হয়, যখন রাতে ঘুমের সময়ে কানের সময় মশার গুনগুন গান শোনা। মশারি সমস্যার সমাধান করতে পারে। কিন্তু সব সময় কি আর মশারি নিয়ে ঘোরা সম্ভব। রয়েছে আরও একটি সমাধান।
মশার কামড় খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। বেলা গড়িয়ে বিকেল হতেই তাদের ব্যস্ততা বেড়ে যায় নিমেশে। আবার মাঝে মধ্যে মাথার উপরেও একঝাঁক ঘুরে বেড়ায়। তবে আরও যন্ত্রণাদায়ক হয়, যখন রাতে ঘুমের সময়ে কানের সময় মশার গুনগুন গান শোনা। মশারি সমস্যার সমাধান করতে পারে। কিন্তু সব সময় কি আর মশারি নিয়ে ঘোরা সম্ভব। রয়েছে আরও একটি সমাধান।
advertisement

জানা গিয়েছে, কলকাতা তারাতলার বাসিন্দা ১৯ বছর বয়সী যুবক অভিরূপ সাহা বরানগরে ২৪ নম্বর ওয়ার্ড ঘোষ পাড়াতে মামা বাড়িতে এসেছিলেন ঘুরতে। বেশ কিছুদিন মামার বাড়িতে ছিলেন  যুবক। এরপরেই ফিরে যান বেহালার নিজের বাড়িতে। কিন্তু মামাবাড়ি (Barahnagar) থেকে তার নিজের বাড়ি তারাতলাতে যাবার পর থেকেই অভিরূপের জ্বর(Dengue Death) দেখা দেয়, চিকিৎসকদের দেখালে চিকিৎসকরা হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেয় অভিরূপকে।

advertisement

আরও পড়ুন: দুটো কিডনি, লিভার হারিয়েও আজ যুদ্ধজয়ী সায়ক, খুশির চাঁদ হাসছে এক চিলতে ভাড়া ঘরে... 

গত সোমবার দিন চিকিৎসকের পরামর্শমতো কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয় অভিরূপ সাহাকে, এরপরেই বুধবার হাসপাতালেই মৃত্যু (Dengue Death) হয় অভিরূপের। এই ঘটনা শোনার পর থেকে বরানগর (Barahnagar) পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ড ঘোষপাড়া এলাকায় সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে। পাশাপাশি অভিরূপ সরকারের এক আত্মীয় অভিযোগ করছেন অভিরূপ সাহার হাসপাতালে চিকিৎসা যথাযথ হয়নি। শুধু তাই নয়, অভিযোগ তুলেছেন চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে বছর উনিশের অভিরূপের।

advertisement

আরও পড়ুন: পরিযায়ী শ্রমিক বোঝাই বাস নয়ানজুলিতে! মর্মান্তিক দুর্ঘটনা রায়গঞ্জে, নিহত ৬ শ্রমিক, আহত বহু...

অন্যদিকে, এলাকাবাসীকে আস্বস্ত করেছেন স্থানীয় প্রশাসক। বরানগর ২৪ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর (Dengue Death) প্রকোপে অভিরূপ সাহার মৃত্যু হয়নি পাশাপাশি এই খবর ছরানো বিরোধীদের চক্রান্ত বলে অভিযোগ করেন ২৪ নম্বর ওয়ার্ডের (Barahnagar) পুর কো-অর্ডিনেটর বাসব চন্দ্র ঘোষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উল্লেখ্য, এই নিয়ে চলতি মরশুমে ডেঙ্গিতে মৃত্যু হল ২ জনের। এর পাশাপাশি অজানা জ্বরে আক্রান্ত হচ্ছে বহু শিশু। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, পশ্চিম বর্ধমানের আসানসোল ও দুর্গাপুরে থাবা বসিয়েছে ভাইরাল জ্বর। এর জেরে বহু শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে করোনা আবহেই নতুন করে আতঙ্ক দানা বাঁধছে রাজ্যবাসীর মনে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dengue Death: রাজ্যজুড়ে জ্বরের আতঙ্কের মধ্যে ডেঙ্গুর থাবা কলকাতায়? যুবকের মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য বরানগরে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল