TRENDING:

Junior Doctor Transfer Controversy: জুনিয়র ডাক্তার দেবাশিস, অনিকেত, আশফাক-এর বদলি 'প্রতিহিংসামূলক'? বিতর্ক ঘিরে তোলপাড় স্বাস্থ্যমহল

Last Updated:

কলকাতা মেডিক্যাল কলেজের অ্যানাস্থেশিয়া বিভাগে সিনিয়র রেসিডেন্ট ডাক্তার হিসাবে কর্মরত দেবাশিস হালদারের বদলি নিয়ে দানা বেঁধেছে বিতর্ক! জুনিয়র ডাক্তারদের সংগঠন ডব্লিউবিজেডিএফ সদস্যদের অভিযোগ, অন্যায়ভাবে মালদহের গাজোলে পাঠানো হচ্ছে দেবাশিসকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরজিকর আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র ডাক্তার দেবাশিস হালদারকে অন্যায়ভাবে প্রতিহিংসামূলক কারণে হাওড়া জেলা হাসপাতাল থেকে মালদহ গাজোল হাসপাতালে পাঠানো হয়েছে, এমনটাই অভিযোগ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। অভিযোগ, কাউন্সেলিংয়ে হাওড়ায় নিয়োগের কথা বললেও মেধাতালিকা বেরোনোর পর দেখা গিয়েছে, দেবাশিসের পোস্টিং হয়েছে মালদহের গাজোলে। জুনিয়র ডাক্তারদের দাবি, গাজোলের সেই হাসপাতালে নাকি কোনও শূন্যপদই ছিল না!
দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়া
Image: News18
দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়া Image: News18
advertisement

দেবাশিস হালদারের মতো  আসফাকুল্লা নাইয়ার পোস্টিং হয়ে যায় পুরুলিয়ায়। অনিকেত মাহাতোর বদলি হয় রায়গঞ্জে। অভিযোগ, আসফাকুল্লা নাইয়ার পোস্টিং হওয়ার কথা ছিল আরামবাগে। অনিকেতের পোস্টিং হওয়ার কথা ছিল আরজিকর-এ।

কলকাতা মেডিক্যাল কলেজের অ্যানাস্থেশিয়া বিভাগে সিনিয়র রেসিডেন্ট ডাক্তার হিসাবে কর্মরত দেবাশিস হালদারের বদলি নিয়ে দানা বেঁধেছে বিতর্ক! জুনিয়র ডাক্তারদের সংগঠন ডব্লিউবিজেডিএফ সদস্যদের অভিযোগ, অন্যায়ভাবে মালদহের গাজোলে পাঠানো হচ্ছে দেবাশিসকে। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন দেবাশিস-সহ ওয়েস্ট বেঙ্গল ডক্টর্‌স ফোরাম (ডব্লিউবিডিএফ)-এর সদস্যেরা। মঙ্গলবার সকাল ১১.৩০-এ স্বাস্থ্য ভবন অভিযানেরও ডাক দিয়েছে জুনিয়র ডাক্তারদের সংগঠন ডব্লিউবিজেডিএফ।

advertisement

সিনিয়র রেসিডেন্টদের নিয়োগের ক্ষেত্রে স্বাস্থ্য ভবনের তরফে একটি কাউন্সেলিং হয়। সেখানে সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে জানতে চাওয়া হয়, তিনি কোথায় পোস্টিং চান। নিয়ম মেনে দেবাশিসের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। কাউন্সেলিংয়ে হুগলির ছেলে দেবাশিস জানান, তিনি হাওড়া জেলা হাসপাতালে পোস্টিং চান। সেইমতো গত ২৭ ফেব্রুয়ারি দেবাশিসকে পোস্টিংয়ের প্রাথমিক বন্ড জমা দিতে হয়। তাতে তাঁর স্বাক্ষরও রয়েছে। অথচ অভিযোগ, মেধাতালিকা বেরোনোর পর দেখা যায়, তাঁর পোস্টিং বদলে গিয়েছে! হাওড়ার পরিবর্তে দেবাশিসকে পাঠানো হয়েছে মালদহের গাজোলের একটি হাসপাতালে। অভিযোগ, সেই হাসপাতালে নাকি কোনও শূন্যপদই ছিল না। জুনিয়র ডাক্তারদের সংগঠন ডব্লিউবিজেডিএফ সদস্যদের দাবি, দেবাশিস হালদারকে অন্যায়ভাবে হাওড়া জেলা হাসপাতাল থেকে মালদহ গাজোল হাসপাতালে পাঠানো হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Avijit Chanda, Paradip Ghosh

বাংলা খবর/ খবর/কলকাতা/
Junior Doctor Transfer Controversy: জুনিয়র ডাক্তার দেবাশিস, অনিকেত, আশফাক-এর বদলি 'প্রতিহিংসামূলক'? বিতর্ক ঘিরে তোলপাড় স্বাস্থ্যমহল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল