দেবাশিস হালদারের মতো আসফাকুল্লা নাইয়ার পোস্টিং হয়ে যায় পুরুলিয়ায়। অনিকেত মাহাতোর বদলি হয় রায়গঞ্জে। অভিযোগ, আসফাকুল্লা নাইয়ার পোস্টিং হওয়ার কথা ছিল আরামবাগে। অনিকেতের পোস্টিং হওয়ার কথা ছিল আরজিকর-এ।
কলকাতা মেডিক্যাল কলেজের অ্যানাস্থেশিয়া বিভাগে সিনিয়র রেসিডেন্ট ডাক্তার হিসাবে কর্মরত দেবাশিস হালদারের বদলি নিয়ে দানা বেঁধেছে বিতর্ক! জুনিয়র ডাক্তারদের সংগঠন ডব্লিউবিজেডিএফ সদস্যদের অভিযোগ, অন্যায়ভাবে মালদহের গাজোলে পাঠানো হচ্ছে দেবাশিসকে। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন দেবাশিস-সহ ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম (ডব্লিউবিডিএফ)-এর সদস্যেরা। মঙ্গলবার সকাল ১১.৩০-এ স্বাস্থ্য ভবন অভিযানেরও ডাক দিয়েছে জুনিয়র ডাক্তারদের সংগঠন ডব্লিউবিজেডিএফ।
advertisement
সিনিয়র রেসিডেন্টদের নিয়োগের ক্ষেত্রে স্বাস্থ্য ভবনের তরফে একটি কাউন্সেলিং হয়। সেখানে সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে জানতে চাওয়া হয়, তিনি কোথায় পোস্টিং চান। নিয়ম মেনে দেবাশিসের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। কাউন্সেলিংয়ে হুগলির ছেলে দেবাশিস জানান, তিনি হাওড়া জেলা হাসপাতালে পোস্টিং চান। সেইমতো গত ২৭ ফেব্রুয়ারি দেবাশিসকে পোস্টিংয়ের প্রাথমিক বন্ড জমা দিতে হয়। তাতে তাঁর স্বাক্ষরও রয়েছে। অথচ অভিযোগ, মেধাতালিকা বেরোনোর পর দেখা যায়, তাঁর পোস্টিং বদলে গিয়েছে! হাওড়ার পরিবর্তে দেবাশিসকে পাঠানো হয়েছে মালদহের গাজোলের একটি হাসপাতালে। অভিযোগ, সেই হাসপাতালে নাকি কোনও শূন্যপদই ছিল না। জুনিয়র ডাক্তারদের সংগঠন ডব্লিউবিজেডিএফ সদস্যদের দাবি, দেবাশিস হালদারকে অন্যায়ভাবে হাওড়া জেলা হাসপাতাল থেকে মালদহ গাজোল হাসপাতালে পাঠানো হয়েছে।
Avijit Chanda, Paradip Ghosh