গেস্ট হাউসের তরফে জানা গিয়েছে, সকাল সাতটা - সাড়ে সাতটা নাগাদ প্রাতরাশ করতেন তিনি। কিন্তু সোমবার করেননি। তখন গেস্ট হাউসের কর্মী পাশের একটি বাথরুমের জানালা দিয়ে ঢুকে দেখেন পৃথ্বীশের নগ্ন দেহ পরে রয়েছে বিছানার উপর। ভিতর দিয়ে ঢুকে দরজা খোলেন হোটেল কর্মীরা। খবর দেওয়া হয় গড়িয়াহাট থানায়।
আরও পড়ুন: রাতে এল ফোন, সকালেই দিল্লি পৌঁছানোর নির্দেশ! সুকান্তকে নিয়ে বিজেপিতে শোরগোল
advertisement
পুলিশ সূত্রে খবর, গত এক বছর ধরে এই গেস্ট হাউসে ছিলেন। ২০১৯-২০ সাল পর্যন্ত তিনি নরেন্দ্রপুরে একটি রিহ্যাবে ছিলেন তিনি। তাঁর স্ত্রী পুলিশকে জানান, বিয়ের আগে থেকেই তিনি মদ্যপান করতেন। সেই জন্য রিহাবে পাঠানো হয়েছিল তাঁকে। এক বছর পর সুস্থ হয়ে ফিরে আসেন। ২০২১-এ ফেরেন কসবা রাজডাঙার বাড়িতে৷ কিন্তু এরপর আবারও মদ্যপান করতে শুরু করেন। ছেলে অর্পণ গায়েন সঙ্গে ঝামেলা শুরু হয়। এরপর থেকে গেস্ট হাউসে গত এক বছর ধরে ছিলেন।
ঘর থেকে উদ্ধার মদের বোতল। কীভাবে মৃত্যু তা ময়নাতদন্তের পরেই জানা যাবে। অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? খতিয়ে দেখছে গাড়িয়াহাট থানার পুলিশ।
Arpita Hazra