TRENDING:

ভরসন্ধেয় বাগুইআটিতে ডাকাতি, লুঠ লক্ষাধিক টাকার গয়না

Last Updated:

ভরসন্ধেয় বাগুইআটির মতো জনবহুল এলাকা থেকে লুঠ হয়ে গেল লক্ষাধিক টাকার গয়না এবং নগদ ৷ গৃহকর্ত্রীকে আটকে রেখে লুঠপাঠ চালাল একটি ডাকাত দল ৷ রবিবার সন্ধেবেলা ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানা থেকে মাত্র ১ কিলোমিটার দূরে দেশবন্ধুনগরের একটি বাড়িতে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভরসন্ধেয় বাগুইআটির মতো জনবহুল এলাকা থেকে লুঠ হয়ে গেল লক্ষাধিক টাকার গয়না এবং নগদ ৷ গৃহকর্ত্রীকে আটকে রেখে লুঠপাঠ চালাল একটি ডাকাত দল ৷ রবিবার সন্ধেবেলা ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানা থেকে মাত্র ১ কিলোমিটার দূরে দেশবন্ধুনগরের একটি বাড়িতে ৷
advertisement

আরও পড়ুন:বিজেপি বিরোধী জোট আরও মজবুত করার লক্ষ্যে আজ দিল্লি সফরে মুখ্যমন্ত্রী

জানা গিয়েছে, গতকাল সন্ধেয় সে সময় ঘরে একাই ছিলেন ওই গৃহবধূ ৷ ৭টা নাগাদ কলিং বেল শুনে দরজা খোলেন তিনি ৷ সঙ্গে সঙ্গে তাঁকে ধাক্কা মেরে ঘরে ঢুকে পড়ে জনা তিনেক দুষ্কৃতি ৷ তাঁদের প্রত্যেকের মাথায় ছিল হেলমেট, হাত ছিল গ্লভসে ঢাকা ৷ গৃহবধূকে মারধর করে একটি ঘরে আটকে রাখে তাঁরা ৷ প্রতিবাদ করলে তাঁকে খুনের হুমকিও দেওয়া হয় ৷ তারপর লুঠ করে প্রায় ২০ ভরি সোনার গয়না ও বেশকিছু নগদ টাকা ৷

advertisement

অভিযোগকারিনী জানিয়েছেন, দুষ্কৃতিরা সকলে বাংলায় কথা বলছিল ৷ তাঁদের বয়স ত্রিশের মধ্যে ছিল বলেও জানিয়েছেন তিনি ৷ কিন্তু মাথায় হেলমেট থাকায় কাউকে চিনতে পারেননি ৷ ঘটনার সঙ্গে পরিচিত কারও জড়িত থাকার সম্ভবনা খতিয়ে দেছে পুলিশ ৷ প্রাথমিক তদন্তে অনুমান, রবিবার ছুটির দিন হওয়া সত্বেও ওই গৃহবধূ যে বাড়িতে একাই ছিলেন, দুষ্কৃতীরা তা জানত। তিন যুবক হেলমেট পরে থাকায়, সন্দেহ আরও দানা বেঁধেছে।

advertisement

আরও পড়ুন:আজ সোমবারও কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷ সন্দেহভাজনদের স্কেচ আঁকানো হতে পারে বলেও পুলিশ সূত্রে খবর ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভরসন্ধেয় বাগুইআটিতে ডাকাতি, লুঠ লক্ষাধিক টাকার গয়না