প্রসঙ্গত, আমফান (Cyclone Amphan) থেকে 'শিক্ষা' নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। তাই ইয়াসের (Cyclone Yaas) ক্ষেত্রে আর 'ভুলের' পুনরাবৃত্তি চান না তিনি। সেই সূত্রেই ইয়াসের ক্ষতিপূরণ ও ত্রাণ বণ্টনের রাশ নিজের ও প্রশাসনের হাতেই রাখছেন তিনি। নবান্ন থেকে টানা প্রায় দু’দিন নিজে কন্ট্রোলরুমে থেকে ক্ষয়ক্ষতি কতটা, তা বুঝে নিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরই জানিয়ে দিয়েছেন, কয়েকদিনের মধ্যেই গোটা রাজ্যের ক্ষয়ক্ষতির হিসেব হাতে চলে আসবে তাঁর। তবে, এখনই বলে দেওয়া যেতে পারে, ইয়াসের প্রভাবে বাংলার প্রায় ১৫ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে।
advertisement
আমফানের সময় রাজ্যে ত্রাণ নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ত্রাণ নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ত্রাণ দুর্নীতির অভিযোগ উঠেছিল। যা ভোটের প্রচারেও তীব্রভাবে ব্যবহার করেছিল BJP। তাই এবার ইয়াসে সেই অভিযোগের পুনরাবৃত্তি আর চান না মুখ্যমন্ত্রী। ‘দুয়ারে সরকার’, তারপর 'দুয়ারে রেশন'-এর আদলে এবার তাই ‘দুয়ারে ত্রাণ’ বিলি করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন দিলীপ ঘোষ দাবি করেছেন, 'আবার না ত্রাণ নিয়ে তৃণমূল নেতারা নিজেদের পকেট ভরেন। যারা ক্ষতিপূরণ পাচ্ছেন তাঁদের সকলের নাম বিডিও অফিসের বাইরে লাগিয়ে রাখতে হবে।'
এদিন অবশ্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৩ থেকে ১৮ জুন ‘দুয়ারে ত্রাণ’ শিবিরে ক্ষতিগ্রস্তদের আবেদন জমা নেওয়া হবে। এবার আর কারও মাধ্যমে নয়, যিনি ক্ষতিগ্রস্ত, তাঁকেই সরাসরিই আবেদন করতে হবে। ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সেই আবেদনগুলি খতিয়ে দেখা হবে। তারপর ১ থেকে ৮ জুলাইয়ের মধ্যে সরাসরি ক্ষতিগ্রস্তরা ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন।'
তবে, রাজ্যের বাঁধ পরিস্থিতি নিয়ে আগেও প্রশ্ন তুলেছিলেন দিলীপ ঘোষ। এদিন ফের তা নিয়ে সরব হয়েছেন তিনি। সুন্দরবন অঞ্চলে ৫ কোটি ম্যানগ্রোভ লাগানোর কথা থাকলেও কেন তা করা হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।