রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, সাইক্লোন নিয়ে বিদ্যুৎ দফতরের আজ বৈঠক হয়েছে ৷ সব বিদ্যুৎ সংস্থা সেখানে উপস্থিত ছিল। ঘূর্ণিঝড় যদি আসে, তাহলে তার মোকাবিলায় পর্যাপ্ত লোক থাকবে এবং সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জোনাল-রিজিওনাল অফিস প্রত্যেকেই এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। সব ছুটি বাতিল করা হয়েছে। সব সাব স্টেশন ও কাস্টমার কেয়ার সেন্টার খোলা থাকবে। ৬৯৮১৭ কর্মী মোতায়েন থাকবে এবং ১৫৮২ অফিস খোলা থাকবে। কালীপুজোয় বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরে বিদ্যুৎ দফতর তা চেকিং করবে। সেন্ট্রাল কন্ট্রোল রুম খোলা থাকবে৷ ৫২৫৬৮ পোল, ৫৪৮০ কিমি কেবল, প্রায় সাত হাজার ট্রান্সফরমার পাঠানো হয়েছে রাজ্যের তরফে। সিইএসসি-র ৫০০০ কর্মী কলকাতার সব বোরো অফিসে থাকবেন। উপকূলীয় জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
আবহাওয়াবিদরা অবশ্য জানাচ্ছেন, রাজ্যের উপকূলে আছড়ে পড়ার কোনও সম্ভাবনা নেই ঘূর্ণিঝড় সিত্রাংয়ের। এখনও পর্যন্ত যা গতিবিধি, তাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের সমুদ্রের মধ্যে থাকবে ঘূর্ণিঝড়। শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এগিয়ে যাবে উত্তর-পূর্ব দিকে।
কালীপুজোয় ২০২১ সালে ১৯৮৮৯ বিদ্যুতের কানেকশনের চাহিদা ছিল, এবার ২১ হাজার কানেকশন দেওয়া হয়েছে। ৬৮৭৫ মেগাওয়াট গতবার বিদ্যুৎ লেগেছিল। এবার আরও লাগবে। ৪৪৪৭৮ কানেকশন দুর্গা পুজোয় দেওয়া হয়েছিল। ৮৫০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার হয়েছে। এর পাশাপাশি সিইএসসি ৫৪৪৬ কানেকশন এবার কালীপুজোয় দিচ্ছে ৷ অবৈধ বিদ্যুৎ কেউ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ৷
সিত্রাং নিয়ে দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ৷
কন্ট্রোল রুম ও টোল ফ্রি নম্বর-
CESC- 9831079666, 9831083700
WBSEDCL- 19121
8900793503, 8900793504
বিদ্যুতের পোল- ৫২৫৬৮
তার- 5480 KM
HT কেবল- 763 KM
LT কেবল- 2125 KM
ট্রান্সফরমার ৬৫১৯