আগামী ২৩ অক্টোবর থেকে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই মর্মে এদিন মুখ্য সচিব নির্দেশ দেন দক্ষিণবঙ্গের জেলাগুলিকে। বিশেষত পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের বিশেষভাবে নির্দেশ দেন যাতে মৎস্যজীবীদের এই বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি কালীপুজোর সঙ্গে যুক্ত পুজো কমিটিগুলিকে নির্দেশ দিতে হবে যাতে প্যান্ডেলগুলির পরিকাঠামো শক্ত করা হয়, সে বিষয়ে নির্দেশ দেন মুখ্যসচিব। ওই সময় ঝড়ের পূর্বাভাস রয়েছে সেই পরিস্থিতিকে মাথায় রেখেই প্যান্ডেল নির্মাণ করতে হবে বলেই এই দিনের বৈঠকে দক্ষিণবঙ্গের জেলাগুলির জেলাশাসকদের বিশেষভাবে সতর্ক হতে বলেন মুখ্য সচিব বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
আরও পড়ুন: ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড়! ভারীবৃষ্টির সতর্কতা! সাইক্লোন নিয়ে বড় নির্দেশ দিল নবান্ন
পাশাপাশি সাইক্লোন মোকাবিলায় ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালু থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মর্মেও নির্দেশ দেওয়া হয় এদিনের বৈঠকে। এর পাশাপাশি আগামী ২৪ ও ২৫ অক্টোবর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সে কথা মাথায় রেখে বিশেষভাবে সতর্ক করা হয় এদিনের বৈঠকে।
পাশাপাশি অমাবস্যার কথা মাথায় রেখে যাতে কালীপুজোর বিসর্জন নিয়ে ঘাটগুলিতে বিশেষ নজরদারি করা হয় সে বিষয়ে এদিন বিশেষ নির্দেশ দেওয়া হয় বৈঠকে। ওই সময় বান আসারও আশঙ্কা রয়েছে।
ইতিমধ্যেই ২৩ অক্টোবর থেকে সাইক্লোন পরিস্থিতি মোকাবিলার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করেছে নবান্ন। যাঁরা যাঁরা ছুটিতে রয়েছেন, তাঁদের ২২ অক্টোবরের মধ্যেই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কালী পুজোর বিসর্জন কবে কবে হবে, সে বিষয়ে রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলার এস পি,ডি আই জি, আই জি অফিসারদের।
আরও পড়ুন: সর্বোচ্চ কত কিমি বেগে আছড়ে পড়বে সিত্রাং? ওড়িশা এবং বাংলায় সতর্কতামূলক পদক্ষেপ
জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বানে আট জনের মৃত্যুর পর এবার বিসর্জন নিয়ে বিশেষভাবে সতর্কতামূলক পদক্ষেপ নিতে চায় নবান্ন। আর তাই কালীপূজার বিসর্জনকে কেন্দ্র করেও বিশেষ সতর্ক নবান্ন। কালীপূজার পাশাপাশি ছট পুজোয় যাতে ঘাটগুলিতে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয় সে বিষয়েও এদিন দফতরের সচিবদের বিশেষ নির্দেশ দেন মুখ্যসচিব, এমনই খবর নবান্ন সূত্রে।