TRENDING:

Cyclone Remal-Control Room Numbers: ঘূর্ণিঝড় 'রিমল' মোকাবিলায় তৈরি লালবাজার! খুলল বিশেষ কন্ট্রোল রুম! নোট করে নিন নম্বর

Last Updated:

Cyclone Remal-Control Room Numbers: রিমলের  ব্যাপক দাপট থেকে শহরকে রক্ষা করতে থাকবে  ইউনিফাইড ফোর্স। লালবাজার সূত্রে খবর, এই দলে রয়েছেন দমকল, পিডব্লিউডি, সিইএসসি, সিভিল ডিফেন্স, বনদফতর, বিপর্যয় মোকাবিলা বাহিনী, কেএমডিএ, কলকাতা পুরসভা ও এইচআরবিসির কর্মী ও আধিকারিকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : সর্বশক্তি দিয়ে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। আমফান, আয়লা, ফনির মতো সাইক্লোনের দাপটের কথা ভুলতে পারেনি বাংলা। আর তাই আগে ভাগেই আলিপুর আবহাওয়া দফতর সতর্কতা দিয়েছে। তৎপর প্রশাসনও। রিমল এলেও যাতে ক্ষয় ক্ষতিকে প্রতিহত করা যায় তাই আগেভাগে সতর্কতা অবলম্বন করল লালবাজার।
 'রিমল' মোকাবিলায় তৈরি লালবাজার
'রিমল' মোকাবিলায় তৈরি লালবাজার
advertisement

ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমল আছড়ে পড়লে কি করবেন?  বাইরে কাজে বেরোতে হবে? চিন্তা করবেন না। বাড়ি হোক বা বাইরে যেখানে যা সমস্যা সঙ্গে রাখুন কলকাতা পুলিশের কন্ট্রোল রুমের নম্বর। কি সেই নম্বর?  লালবাজার সূত্রে খবর, ঝড় বৃষ্টির মধ্যে কারও কোন অসুবিধা হলে সরাসরি  সাহায্য পাবেন দুটি বিশেষ ফোন নম্বরে। সেগুলি হল – ৯৪৩২৬ ১০৪২৮ এবং ৯৪৩২৬ ১০৪২৯।

advertisement

আরও পড়ুন: ঝাঁপিয়ে পড়বে অতি শক্তিশালী ‘রিমল’…! আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ‘লাল সতর্কতা’! কী হবে কলকাতায়? বিরাট সতর্কবাণী আলিপুরের!

রিমলের  ব্যাপক দাপট থেকে শহরকে রক্ষা করতে থাকবে  ইউনিফাইড ফোর্স। লালবাজার সূত্রে খবর, এই দলে রয়েছেন দমকল, পিডব্লিউডি, সিইএসসি, সিভিল ডিফেন্স, বনদফতর, বিপর্যয় মোকাবিলা বাহিনী, কেএমডিএ, কলকাতা পুরসভা ও এইচআরবিসির কর্মী ও আধিকারিকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

কলকাতা পুলিশের প্রতিটি থানা ও ট্রাফিক গার্ডকেও প্রাকৃতিক দুর্যোগের জন্য সতর্ক থাকার নির্দেশ দিয়েছে লালবাজার। থাকবে গাছ কাটার যন্ত্র-সহ অন্যান্য সামগ্রী। এর আগে আমরা আমফান, ফনি, আয়লার মারাত্মক দাপট দেখেছি। সেসব ঘূর্ণিঝড় থেকে  শিক্ষা নিয়ে এবার আগে ভাগেই সতর্কতা অবলম্বন করছে লালবাজার। শহরবাসীর যাতে ভোগান্তি না হয় তাই বিশেষ ব্যবস্থা রাখছে লালবাজার।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Cyclone Remal-Control Room Numbers: ঘূর্ণিঝড় 'রিমল' মোকাবিলায় তৈরি লালবাজার! খুলল বিশেষ কন্ট্রোল রুম! নোট করে নিন নম্বর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল