TRENDING:

ঘূর্ণিঝড় ‘মন্থা’য় কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলা? নবান্নে জরুরি বৈঠক, কী কী সতর্কতা?

Last Updated:

ঘূর্ণিঝড় মন্থা ঘনিয়ে আসায় নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে জরুরি বৈঠক, উত্তরবঙ্গ ও চাষিদের জন্য বিশেষ সতর্কতা! প্রবল বৃষ্টির আশঙ্কা, রাজ্যজুড়ে সতর্কতা! জেনে নিন বিশদে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাইক্লোন মন্থা নিয়ে নবান্নে বৈঠক, কী কী সতর্কতা?
সাইক্লোন মন্থা নিয়ে নবান্নে বৈঠক, কী কী সতর্কতা?
advertisement

বৈঠকে মুখ্যসচিব স্পষ্ট নির্দেশ দেন — উত্তরবঙ্গকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তিনি মনে করিয়ে দেন, উত্তরবঙ্গ ইতিমধ্যেই বেশ কিছু বড় বিপর্যয় দেখেছে, তাই এবার কোনও ঝুঁকি নেওয়া যাবে না।

আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় ‘রণক্ষেত্র’ সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত

advertisement

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩০ ও ৩১ অক্টোবর উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিছু এলাকায় ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

মুখ্যসচিব বলেন, “চাষিদের এখনই সতর্ক করতে হবে। ৩০-৩১ অক্টোবর ফসল কাটার কাজ না করাই ভাল, যাতে কোনও দুর্ঘটনা বা ক্ষতি না হয়।”

তিনি আরও নির্দেশ দেন, সেচ দফতর ও জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকদের মাঠে-ময়দানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে, প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুমে ঘুরতে যাওয়ার প্ল্যান? বর্ধমানের 'এই' জায়গা হোক আপনার ডেস্টিনেশন
আরও দেখুন

মুখ্যসচিব জানিয়েছেন, ৩০ ও ৩১ অক্টোবর রাজ্যের জন্য অত্যন্ত আশঙ্কাজনক দু’দিন, তাই সবাইকে পূর্ণ সতর্কতায় থাকতে হবে। প্রশাসনিকভাবে পুরো রাজ্যে এলার্ট জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। উত্তরবঙ্গকে বিশেষভাবে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ঘূর্ণিঝড় ‘মন্থা’য় কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলা? নবান্নে জরুরি বৈঠক, কী কী সতর্কতা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল