ডিসেম্বরের শুরুতেই নিম্নচাপ কি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে? সেদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা। ডিসেম্বরে এই ঘূর্ণিঝড় হলে তার নাম হবে মিগজাউম (*Michaung* pronunciation- Migjaum)। মায়ানমারের দেওয়া এই নাম। ডিসেম্বরে এই ঘূর্ণিঝড় হলে এবছর এটি চতুর্থ ঘূর্ণিঝড় হবে। এর আগে অক্টোবরে ‘তেজ’ ও ‘হামুন’। নভেম্বরেই হয়েছে ঘূর্ণিঝড় মিধিলি।
advertisement
যদিও আবহাওয়া দফতর এখনও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানায়নি। তবে আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত যে নিম্নচাপে পরিণত হওয়ার পরেও ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, সেই সম্ভাবনার কথা জানিয়েছে ভারতের মৌসম ভবন। সেখানেই তৈরি হচ্ছে আশঙ্কা যে গভীর নিম্নচাপ কি শেষ পর্যন্ত ‘মিধিলি’র মত ঘূর্ণিঝড়ে পরিণত হবে বঙ্গোপসাগরে? যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে তার অভিমুখ কোন দিকে থাকবে সেই নিয়েও আবহাওয়াবিদরা নজর রাখছেন। আপাতত অন্ধ্রপ্রদেশ উপকূলে গেলেও মিধিলির মতো এই সিস্টেম কি রিকার্ভ করবে? এইসব প্রশ্নের উত্তর খুঁজছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন– রাশিফল ২৪ নভেম্বর: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভারী বৃষ্টি ও হালকা ঝড়ের আশঙ্কা। নভেম্বরের শেষ ক’টা দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। পূবালী হাওয়ায় দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু এবং কেরালাতেও রয়েছে। বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ, কেরল, মাহে, তামিলনাড়ু, কর্ণাটক, পন্ডিচেরি ও করাইকালে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
শনিবার দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে নভেম্বরের শেষের দিকে বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। এই এলাকাতেই রবিবার ২৬ নভেম্বর নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ২৭ নভেম্বর সোমবার এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগর এলাকায়। আপাতত এর অভিমুখ পশ্চিম-উত্তর পশ্চিম দিক অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূল।
আরও খবর পড়তে ফলো করুন