মূলত জোড়া নিম্নচাপের আগেই জেলাগুলির তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা হবে। পূর্ব, পশ্চিম মেদিনীপুরের একাধিক অংশ এখনও জলমগ্ন এবং কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কিছু এলাকায়। সেই জায়গাগুলিতে এখন কী ব্যবস্থা নেওয়া হয়েছে, নদী বাঁধগুলির কী অবস্থা, কতজন বাসিন্দাদের উদ্ধার করতে হবে বিস্তারিত বিষয় নিয়েই শনিবারের বৈঠকে আলোচনার সম্ভাবনা বলে নবান্ন সূত্রে খবর।
advertisement
শুধু তাই নয়। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার জন্য নবান্নের তরফেও বেশ কিছু প্রয়োজনীয় পরামর্শ জেলাগুলিতে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই কলকাতাতেও (Kolkata) এনডিআরএফ টিম ব্যবস্থা রাখতে বলা হয়েছে। সূত্রের খবর, কলকাতার পাশাপাশি একাধিক জেলাতেও মোতায়েন করা হতে পারে এনডিআরএফ এর বিশেষ দল। সেই বিষয় নিয়ে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা।
মূলত রবিবার পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সোমবার ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে পূর্ব,পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে। বৃষ্টি হবে কলকাতাতেও। আবহাওয়া দফতর ইতিমধ্যেই কলকাতা জুড়ে কমলা সর্তকতা জারি করেছে আগামী ২৮ ও ২৯ তারিখে।
আরও পড়ুন- ধেয়ে আসছে সাইক্লোন গুলাব, কারা কেন এমন নাম রাখল রাক্ষুসে ঝড়ের
এ দিনের বৈঠকে কলকাতা পুরসভার কমিশনের কেও থাকতে বলা হয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশের কমিশনারও থাকবেন এই দিনের বৈঠকে। নবান্ন সূত্রে এমনই জানা যাচ্ছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশ একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে দুর্যোগ মোকাবিলার জন্য। সব মিলিয়ে শনিবারের বৈঠক দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে যে তাৎপর্যপূর্ণ হতে চলেছে সে বিষয়ে সন্দেহ নেই।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুন- পুজোর আগে জোড়া নিম্নচাপ! অতি বৃষ্টির Red Alert জারি! বাংলার ভাগ্যে অশনি সংকেত...