আরও পড়ুন– ‘দানা’-র জেরে ১২ ঘণ্টার বেশি বন্ধ থাকার পর কলকাতা বিমানবন্দরে পুনরায় ফ্লাইট পরিষেবা চালু
শিয়ালদহ দক্ষিণ শাখায় ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে ৷ সকাল ৯টা ৫০-এর ডাউন সোনারপুর লোকাল সকাল দশটায় প্রথম ছাড়ে এদিন ৷ এরপর সকাল ১০:০৭ মিনিটে ডায়মন্ড হারবার লোকাল ছাড়ে ৷ যাত্রীরা কয়েকজন রাতভর শিয়ালদহ স্টেশনে কাটিয়েছেন। প্রচণ্ড বৃষ্টির মধ্যে কিছুটা সমস্যায় স্বভাবতই পড়েছেন তাঁরা ৷
advertisement
ঘূর্ণিঝড়ের পর শনিবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা। ওড়িশাতেও শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 25, 2024 10:29 AM IST