রাজভবন সূত্রে খবর, রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকদের সঙ্গে সন্দেশখালির ঘটনা নিয়ে কথাও বলেছেন রাজ্যপাল। জানা গিয়েছে, রবিবারের মধ্যেই কলকাতায় ফিরতে পারেন রাজ্যপাল। গত তিনদিন ধরে লাগাতার বিক্ষোভ আন্দোলন হয়ে যাচ্ছে উত্তর ২৪ পরগনা সন্দেশখালিতে। স্থানীয় দুই তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে লাগাতার বিক্ষোভ আন্দোলন চালিয়েছেন এলাকার গ্রামবাসীরা। যদিও শনিবার কোন বিক্ষোভ আন্দোলন দেখা যায়নি সন্দেশখালিতে। শুক্রবার রাত সাড়ে আটটার পর থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছিল সন্দেশখালি এলাকায়। তা নিয়ে গোটা সন্দেশখালি জুড়েই প্রচার করেছে পুলিশ।
advertisement
তবে এ দিন কোও আন্দোলনের দেখা না মিললেও তৃণমূল কংগ্রেস সন্দেশখালি ব্লক নেতা তথা জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারকে ছ’বছরের জন্য সাসপেন্ড করেছে। সম্প্রতি শেখ শাহজাহানের ঘটনার পরিপ্রেক্ষিত রাজ্যপাল কড়া মনোভাব নিয়েছিলেন। ইডির আধিকারিকদের মারধরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি, শেখ শাহজাহানকে গ্রেফতারির নির্দেশও দিয়েছিলেন রাজ্যপাল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আলোচনা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ সূত্রের খবর রাজভবনের তরফে সন্দেশখালি ঘটনা নিয়ে আরও বিস্তারিত বিবৃতি জারি করা হতে পারে। তবে আপাতত রিপোর্ট যাওয়া হয়েছে নবান্নের থেকে৷
সোমরাজ বন্দ্যোপাধ্যায়