১) দ্য হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (অ্যামেডমেন্ট) বিল পাশ হয় ২০২১ সালে। কিন্তু তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় সই করেনি৷ এর ফলে ২০২০ সাল থেকে হাওড়ায় পুর নির্বাচন হচ্ছে না।
আরও পড়ুন: বিপাকে অধীর চৌধুরী, ‘অসংসদীয় আচরণ’ নিয়ে শুক্রবার তলব করল প্রিভিলেজ কমিটি
২) ডানলপ ইন্ডিয়া লিমিটেড ( অধিগ্রহণ) বিল। ৩) জেসপ ইন্ডিয়া লিমিটেড (অধিগ্রহণ) বিল।গত ২৭ ফ্রেব্রুয়ারী ২০১৬ সালে এই দুটো বিল পাশ হয়। তৎকালীন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী বিল পাঠান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে৷ সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবনের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই বিষয়ে নথি চাওয়া হয়েছিল। জবাবে খুশি হননি তিনি।
advertisement
৪) ওয়েস্ট বেঙ্গল এস্টেট অ্যাকুইজিশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৭ ৫) দি ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস (অ্যামেন্ডমেন্ট) বিল,২০১৮ ৬) দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর (ওয়েস্ট বেঙ্গল অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৮৭) দি ওয়েস্ট বেঙ্গল (প্রিভেনশন অফ লিঞ্চিং) বিল, ২০১৯
এখানেই শেষ নয়, ২০২২ সাল থেকে একাধিক বিল পাঠানো হয়েছে যা এখনও রাজভবনের অনুমোদন পায়নি।
১) দি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ল (অ্যামেন্ডমেন্ট) বিল২) দি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল এন্ড ফিসারি সায়েন্স (অ্যামেন্ডমেন্ট) বিল৩) দি ওয়েস্ট বেঙ্গল কৃষি বিশ্ববিদ্যালয় ল (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) বিল৪) দি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স (অ্যামেন্ডমেন্ট) বিল৫) দি আলিয়া ইউনিভার্সিটি (অ্যামেন্ডমেন্ট) বিল৬) দি ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট ইউনিভার্সিটি ল (অ্যামেন্ডমেন্ট) বিল৷
এছাড়া, সইয়ের অপেক্ষায় আছে -১) দি ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সেশন ট্রাইব্যুনাল (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২২২) দি ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফরমস অ্যান্ড টেন্যান্সি ট্রাইব্যুনাল (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২২৩) কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২২৪) দি বেঙ্গল জুভেনাইল স্মোকিং (রিপিলিং) বিল, ২০২২৫) দি বেঙ্গল অরফানেজ অ্যান্ড উইডোজ হোমস (রিপিলিং) বিল, ২০২৩৬) ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সেশন ল (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২২ শাসকদলের অন্যতম মুখ তাপস রায় জানিয়েছেন, বিল আটকে রাখার কারণ আমাদের কাছে অজানা৷