TRENDING:

CV Anand Bose: ২০১৬ থেকে ২০২৩, রাজভবনে এখনও আটকে বহু বিল, শাসকদলের নিশানা রাজ্যপালকে

Last Updated:

বিল পাঠালেই ডেকে পাঠানো হয়, কখনও মুখ্যসচিব, কখনও ডিজি, কখনও বা মুখ্যমন্ত্রীকে, বেহালা থেকে সম্প্রতি এই অভিযোগই করেছেন মমতা বন্দ্যেপাধ্যায়। অভিযোগ, এর মধ্যে এমন একাধিক বিল রয়েছে যা আটকে আছে ২০১৬ থেকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজভবনের সাথে নবান্নের সংঘাত তুঙ্গে। নবান্ন সূত্রের খবর,  বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল এখনও আটকে রেখেছে রাজভবন। রাজ্যের অভিযোগ নানা অজুহাতে আটকে বিল। ১৯টি বিল আটকে রাখার অভিযোগ রাজ্যের। ইতিমধ্যেই রাজভবনের ভূমিকার সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিল পাঠালেই ডেকে পাঠানো হয়, কখনও মুখ্যসচিব, কখনও ডিজি, কখনও বা মুখ্যমন্ত্রীকে, বেহালা থেকে সম্প্রতি এই অভিযোগই করেছেন মমতা বন্দ্যেপাধ্যায়। অভিযোগ, এর মধ্যে এমন একাধিক বিল রয়েছে যা আটকে আছে ২০১৬ থেকেই।
advertisement

১) দ্য হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (অ্যামেডমেন্ট) বিল পাশ হয় ২০২১ সালে। কিন্তু তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় সই করেনি৷ এর ফলে ২০২০ সাল থেকে হাওড়ায় পুর নির্বাচন হচ্ছে না।

আরও পড়ুন: বিপাকে অধীর চৌধুরী, ‘অসংসদীয় আচরণ’ নিয়ে শুক্রবার তলব করল প্রিভিলেজ কমিটি

২) ডানলপ ইন্ডিয়া লিমিটেড ( অধিগ্রহণ) বিল। ৩) জেসপ ইন্ডিয়া লিমিটেড (অধিগ্রহণ) বিল।গত ২৭ ফ্রেব্রুয়ারী ২০১৬ সালে এই দুটো বিল পাশ হয়। তৎকালীন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী বিল পাঠান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে৷ সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবনের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই বিষয়ে নথি চাওয়া হয়েছিল। জবাবে খুশি হননি তিনি।

advertisement

৪) ওয়েস্ট বেঙ্গল এস্টেট অ্যাকুইজিশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৭ ৫) দি ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস (অ্যামেন্ডমেন্ট) বিল,২০১৮ ৬) দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর (ওয়েস্ট বেঙ্গল অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৮৭) দি ওয়েস্ট বেঙ্গল (প্রিভেনশন অফ লিঞ্চিং) বিল, ২০১৯

এখানেই শেষ নয়, ২০২২ সাল থেকে একাধিক বিল পাঠানো হয়েছে যা এখনও রাজভবনের অনুমোদন পায়নি।

advertisement

আরও পড়ুন: ‘বিশ্ববিদ্যালয়ের গৈরিকীকরণ’ করা হচ্ছে, যাদবপুর সংক্রান্ত বৈঠকের পরে রাজ্যপালকে তীব্র কটাক্ষ কুণালের

১) দি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি  ল (অ্যামেন্ডমেন্ট) বিল২) দি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি  অফ অ্যানিমাল এন্ড ফিসারি সায়েন্স (অ্যামেন্ডমেন্ট) বিল৩) দি ওয়েস্ট বেঙ্গল কৃষি বিশ্ববিদ্যালয় ল (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) বিল৪) দি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি  অফ হেলথ সায়েন্স (অ্যামেন্ডমেন্ট) বিল৫) দি আলিয়া ইউনিভার্সিটি (অ্যামেন্ডমেন্ট) বিল৬) দি ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট ইউনিভার্সিটি ল (অ্যামেন্ডমেন্ট) বিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এছাড়া, সইয়ের অপেক্ষায় আছে -১) দি ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সেশন ট্রাইব্যুনাল (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২২২) দি ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফরমস অ্যান্ড টেন্যান্সি ট্রাইব্যুনাল (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২২৩) কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২২৪) দি বেঙ্গল জুভেনাইল স্মোকিং (রিপিলিং) বিল, ২০২২৫) দি বেঙ্গল অরফানেজ অ্যান্ড উইডোজ হোমস (রিপিলিং) বিল, ২০২৩৬) ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সেশন ল (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২২ শাসকদলের অন্যতম মুখ তাপস রায় জানিয়েছেন, বিল আটকে রাখার কারণ আমাদের কাছে অজানা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
CV Anand Bose: ২০১৬ থেকে ২০২৩, রাজভবনে এখনও আটকে বহু বিল, শাসকদলের নিশানা রাজ্যপালকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল