আজ বৃহস্পতিবার থেকে গঙ্গাবক্ষে এমনই অভিনব ক্রুজ ভ্রমণ চালু হচ্ছে সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায়। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের চেষ্টায় চালু হচ্ছে এই নয়া গঙ্গাসফর। সংস্থার ম্যানেজিং ভিরেক্টর রাজনবীর সিং কপূরের বক্তব্য, "কলকাতার যুবসমাজকে এই ক্রুজ-ভ্রমণে আকৃষ্ট করতে এবং জনপ্রিয় করে তুলতেই এমন কম খরচে ঐতিহ্য-ভ্রমণের ব্যবস্থা।" তাঁর দাবি, খরচ কম বলে পেশাদারিত্বের অভাব নেই। একবার ভ্রমণ করলে বারবার পর্যটকেরা ফিরে আসবেন ক্রুজ ভ্রমণের আনন্দ নিতে। ঠিক যে ভাবে দর্শকেরা বারবার ফিরে আসেন লন্ডন বা সিঙ্গাপুরের ক্রুজ ভ্রমণে।
advertisement
ক্রুজের পরিবেশকে মনোরম করে তুলতে আয়োজনের ত্রুটি রাখেনি পরিবহণ নিগম। ক্রুজের মধ্যে আবহ গড়ে তুলতে থাকবে রবীন্দ্র সঙ্গীতৈর মূর্ছনা। ক্রুজ সেজে উঠেছে যামিনী রায়ের চিত্রকলায়। মিলেনিয়াম পার্ক থেকে যাত্রা শুরু করে প্রায় দেড় ঘণ্টার ভ্রমণ শেষে ওখানেই ফেরত আসবে ক্রুজটি। মধ্যে গঙ্গার দু'পাশের কুড়িটি ঐতিহাসিক স্থান ঘুরিয়ে দেখানো হবে। সোমবার থেকে শুক্রবার এই ক্রুজটি চলবে বিকেল চারটে এবং ছ'টার সময়। শনি এবং রবিবার, সপ্তাহান্তে চলবে দুপুর বারোটা থেকে ছ'টা পর্যন্ত মোট চার বার। আপাতত কোভিড অতিমারির কারণে মাত্র দেড়শো জনকে উঠতে দেওয়া হবে এই ক্রুজে। স্যানিটাইজেশন-এর ব্যবস্থা থাকবে নিয়ম মেনে। সমস্ত যাত্রীকে মাস্ক পরে তবেই উঠতে দেওয়া হবে। এই পরিকল্পনায় যাত্রীদের সাড়া পাবেন এমনটাই আশা রাখছেন পরিবহণ দফতরের কর্তারা। সাড়া পেলে এই ব্যবস্থার আরও প্রসারের ইচ্ছেও রয়েছে তাঁদের।
