TRENDING:

বেড়েছে ম‍্যাচের সংখ‍্যা ও দিন, একইসঙ্গে সিনিয়র ও জুনিয়র ক্রিকেট সামলাতে হিমশিম সিএবি !

Last Updated:

লিগে খেলার দিন বেড়েছে। বেড়েছে খেলার সংখ‍্যা। পাল্লা দিয়ে চলছে বোর্ডের বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: লিগে খেলার দিন বেড়েছে। বেড়েছে খেলার সংখ‍্যা। পাল্লা দিয়ে চলছে বোর্ডের বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্ট। নিরপেক্ষ ভেন‍্যুতে রঞ্জির উদ্বৃত্ত ম‍্যাচ করাতে গিয়ে আপাতত হিমশিম সিএবি।
advertisement

মঙ্গলবার থেকে ময়দানে শুরু হয়ে গিয়েছে সিনিয়র নক-আউট ক্রিকেট। পাল্লা দিয়ে প্রতি সপ্তাহে মঙ্গল থেকে বৃহস্পতি চলছে দ্বিতীয় ডিভিশন লিগের ম‍্যাচ। শুক্র থেকে রবিবার চলছে প্রথম ডিভিশনের খেলা। একইসঙ্গে চলছে জুনিয়রের খেলা। মঙ্গলবারই সবমিলিয়ে ২০টি ম্যাচ ছিল মাঠে। ম‍্যাচ সংখ‍্যা রাতারাতি বেড়ে যাওয়ায় মাঠ পাওয়া নিয়ে চিন্তায় সিএবি টুর্নামেন্ট কমিটি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিকে রঞ্জিতে হল বিশ্বরেকর্ড। প্রথম শ্রেণির ক্রিকেটে ওপেনার হিসেবে ১১৭ বছরের রেকর্ড ভাঙলেন সমীত গোহিল। মঙ্গলবার জয়পুরে ওড়িশার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে গুজরাতের ওপেনার করলেন অপরাজিত ৩৫৯ রান। রঞ্জিতে মরশুমের সর্বোচ্চ রানের পাশাপাশি এটি টুর্নামেন্টের ইতিহাসে নক-আউটে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ব‍্যক্তিগত সর্বোচ্চ স্কোরের তালিকায় ৫ নম্বরে জায়গা পেল গোহিলের এদিনের ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় ইনিংসে গোহিলের থেকে বেশি রানের রেকর্ড রয়েছে ডন ব্র‍্যাডম‍্যানের ৪৫২ অপরাজিত। ওড়িশার বিরুদ্ধে ৬৪১ তুলে এদিনই রঞ্জিতে নিজেদের সর্বোচ্চ দলগত স্কোর করল গুজরাত।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বেড়েছে ম‍্যাচের সংখ‍্যা ও দিন, একইসঙ্গে সিনিয়র ও জুনিয়র ক্রিকেট সামলাতে হিমশিম সিএবি !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল