মঙ্গলবার থেকে ময়দানে শুরু হয়ে গিয়েছে সিনিয়র নক-আউট ক্রিকেট। পাল্লা দিয়ে প্রতি সপ্তাহে মঙ্গল থেকে বৃহস্পতি চলছে দ্বিতীয় ডিভিশন লিগের ম্যাচ। শুক্র থেকে রবিবার চলছে প্রথম ডিভিশনের খেলা। একইসঙ্গে চলছে জুনিয়রের খেলা। মঙ্গলবারই সবমিলিয়ে ২০টি ম্যাচ ছিল মাঠে। ম্যাচ সংখ্যা রাতারাতি বেড়ে যাওয়ায় মাঠ পাওয়া নিয়ে চিন্তায় সিএবি টুর্নামেন্ট কমিটি ৷
advertisement
এদিকে রঞ্জিতে হল বিশ্বরেকর্ড। প্রথম শ্রেণির ক্রিকেটে ওপেনার হিসেবে ১১৭ বছরের রেকর্ড ভাঙলেন সমীত গোহিল। মঙ্গলবার জয়পুরে ওড়িশার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে গুজরাতের ওপেনার করলেন অপরাজিত ৩৫৯ রান। রঞ্জিতে মরশুমের সর্বোচ্চ রানের পাশাপাশি এটি টুর্নামেন্টের ইতিহাসে নক-আউটে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের তালিকায় ৫ নম্বরে জায়গা পেল গোহিলের এদিনের ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় ইনিংসে গোহিলের থেকে বেশি রানের রেকর্ড রয়েছে ডন ব্র্যাডম্যানের ৪৫২ অপরাজিত। ওড়িশার বিরুদ্ধে ৬৪১ তুলে এদিনই রঞ্জিতে নিজেদের সর্বোচ্চ দলগত স্কোর করল গুজরাত।