২৩ নভেম্বর ২০১৬।ছোটদের ক্রিকেটে বড় দুর্নীতি। প্রথম তুলে ধরল ইটিভি নিউজ বাংলা। এই সেই সার্টিফিকেট। যার জন্য ময়দানে চলছে লাখ লাখ টাকার কারবার। নষ্ট হচ্ছে বাংলার ক্রিকেটের ভবিষ্যত। ইটিভি নিউজ বাংলার এই খবরে প্রতিক্রিয়া দিলেন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতিশ্রুতি দিলেন ঘটনার মনিটারিং হবে। ইটিভি নিউজ বাংলার খবর ও সিএবি প্রেসিডেন্টের প্রতিশ্রুতির জাঁতাকলে বিলম্বিত বোধদয় সিএবির। বুধবার বঙ্গ ক্রিকেটের সদর দফতরে ডেকে পাঠানো হল ৩১টি কোচিং সেন্টার, ১১ টি অ্যাকাডেমি ও বেশ কিছু স্কুলকে। বৈঠকে স্পষ্ট করে দেওয়া হল, ভবিষ্যতে এই ধরণের দুর্নীতি বরদাস্ত করা হবে না। নিয়ম অনুযায়ী দোষ প্রমাণ হলে এক বছর সাসপেন্ড করতে পারে সিএবি। কিন্তু যুগ্ম-সচিবের হুঙ্কার প্রয়োজনে নিয়ম বদলে, তা পাঁচ বছর করা হতে পারে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 01, 2016 4:11 PM IST