৭৫-উর্ধ্ব সদস্যদের সংবর্ধনা রিফিউজের। বিশ্বরূপকে প্রকাশ্যে সমর্থন প্রবীণদের। বিতর্কিত লোধা ইস্যুতে ধীরে চলো নীতিতে অনড় সৌরভ শিবির।
সত্তর পেরোলেই ক্রিকেট প্রশাসন থেকে ছুটি। লোধা কমিশনের ফরমানের বিরুদ্ধে এই প্রথম নীরবতা ভেঙে প্রকাশ্যে উঠে এল সংঘাতের সুর। শুক্রবার যা ইঙ্গিত দিয়ে গেল সিএবি-তে আড়াআড়ি বিভাজনের।
সিএবি-র ছাতার তলায় নয়। তবে সৌরভ-বিরোধী শিবিরের অন্যতম মুখ বিশ্বরূপ দে-র দিকেই ঝুঁকে থাকার স্পষ্ট ইঙ্গিত দিলেন ময়দানের প্রবীণ ক্রিকেট কর্তারা। শুক্রবার রিফিউজের তরফে সম্মান জানান হল বহু দশক ধরে সিএবি এবং ময়দানের সঙ্গে যুক্ত থাকা ১৬ জন ৭৫-উর্ধ্ব ক্রিকেট কর্তাকে। হাতে তুলে দেওয়া হল ডালমিয়ার নামাঙ্কিত আজীবন অবদানের স্মারক। উঠে এল পরিষ্কার বার্তা ৷ লোধা সুপারিশ মানা নিয়ে পরিস্থিতি শেষপর্যন্ত ভোটাভুটির দিকে এগোলেও ময়দান ছাড়তে নারাজ প্রবীণরা।
advertisement
অনুষ্ঠানে সৌরভ ছাড়া সিএবি-র প্রথমসারির সব কর্তাই ছিলেন। লোধা প্রসঙ্গে সিএবি আপাতত ধীরে চলো নীতি নিলেও বিশ্বরূপের দিকে খোলাখুলি এই সমর্থনকে অন্য বার্তা হিসেবেই দেখছে ময়দানের ক্রিকেটমহল।