স্ত্রী-র মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকে মূহ্যমান অশোক ভট্টাচার্য। তারই মাঝে ফেসবুকে স্ত্রী-কে নিয়ে স্মৃতি রোমন্থন করেছেন বর্ষীয়াণ এই বাম নেতা। ফেসবুকে তিনি লিখেছেন, ''কিছুক্ষণ আগে চলে গেল আমার ৪১ বছরের জীবনের সঙ্গী, আমার লড়াই সংগ্রামের সাথী, আমার অনুপ্রেরণা, আমার সাহস, আমার কাজ, আমার মানুষের পাশে থাকা আমার স্ত্রী রত্না ভট্টাচার্য। ও শুধু আমাদের পার্টির একজন সদস্য ছিল না, ছিল একজন লড়াকু, আমার সহধর্মিনী বলে বলছি না ও ছিল একজন প্রকৃত ভাল মেয়ে, একজন উদার, নমনীয়, সবাইকে ভালোবাসতে পারত।'' (বানান অপরিবর্তীত)
advertisement
আরও পড়ুন: হঠাৎই BSF ক্যাম্পে হাজির দিলীপ-সুকান্ত! 'অভিসন্ধি' নিয়ে মারাত্মক অভিযোগ TMC-র
স্ত্রী-র কথা লিখতে গিয়ে অশোক বাবু আরও লিখেছেন, ''মন্ত্রী বা মেয়রের স্ত্রী হিসেবে ওর নিজের মধ্যে কোনো দিন কোনো রকম ঔদ্ধত্ত ছিল না সেভাবে কোন পরিচয় দিত না। বহু মানুষ, বহু রাজনীতিবিদ, বহু খেলোয়াড়ের সঙ্গে করছিল ওর ছিল এক মধুর সম্পর্ক। অনেক খেলোয়াড়রা তাকে নিজের কাকিমা বলে মনে করত। ওর দেহ কলকাতার অ্যাপোলো হাসপাতালে শায়িত রয়েছে, পরবর্তী সিদ্ধান্ত আমার পরিবার ও পার্টির পক্ষ থেকে নেওয়া হলে জানিয়ে দেব।'' (বানান অপরিবর্তীত)