জানা গিয়েছে মৃতের নাম সোনালি সরকার। বয়স ৪১ বছর। দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ার বাসিন্দা সোনালি সরকারকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, ২ অগাস্ট। ৭ আগস্ট বিকেল পাঁচটা পঞ্চাশে মৃত্যু হয় তাঁর।
তবে হাসপাতাল সূত্রে খবর, অন্যান্য শারীরিক সমস্যা ছিল ওই মহিলার। হাসপাতালে ভর্তি করার পর তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।
advertisement
আরও পড়ুন : বলুন তো মেঘ কী ভাবে হয়…? কখনও ‘ঘোড়া’, কখনও ‘ভাল্লুক’, কেমন করে নেয় আলাদা আলাদা আকার?
করোনার ভয়াবহতা দেখেছে গোটা বিশ্ব। স্বব্ধ হয়ে গিয়েছিল জীবন। একের পর এক মৃত্যু নাড়িয়ে দিয়ে গিয়েছে মানব সভ্যতাকে। ধীরে ধীরে শান্ত হয়েছে পৃথিবী। গোটা দেশের মতো রাজ্যেও এখন উঠে গিয়েছে করোনা বিধি, আর এর মাঝেই এল ফের করোনায় মৃত্যুর খবর। বর্ধমান মেডিক্যাল কলেজে গত সপ্তাহেই মৃত্যু হয়েছে সাতজনের। এরপরেই বেড়েছে চিন্তা। স্বাস্থ্য দফতর সতর্ক। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে জেলাগুলোতেও। এবার কলকাতার বুকে করোনা মৃত্যু ফের নতুন করে নাড়িয়ে দিল করোনা আতঙ্ক।