ইতিমধ্যেই রাজ্যের স্কুল শিক্ষা দফতর করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক প্রচার কর্মসূচি চালানোর জন্য প্রত্যেকটি স্কুলকে নির্দেশিকা পাঠিয়েছে। ইতিমধ্যেই শহরের একাধিক বেসরকারি স্কুল করোনা নিয়ে বিধি-নিষেধ জারি করেছে। গত সপ্তাহে ডন বস্কো,লা মার্টিনিয়ার নিয়ার ফর বয়েজ ও গার্লস, ডিপিএস রুবি পার্কের মতো বেসরকারি স্কুল গুলি ছাত্র-ছাত্রীদের জন্য বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রয়োজনে নিয়ে আসতে হবে বলেও স্কুলগুলি জানিয়েছে অভিভাবকদের।
advertisement
শুক্রবার সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষ করোনাভাইরাসের জেরে আপাতত ছাত্র-ছাত্রীদের মার্কশিট দেওয়ার প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে স্কুলের তরফ এ বিবৃতি দিয়ে জানানো হয়েছে পরবর্তী কোনদিন ঠিক না হওয়া পর্যন্ত আপাতত নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মার্কশিট দেওয়া স্থগিত রাখা হয়েছে অন্যদিকে পড়ুয়াদের জ্বর কাশি ও সর্দি নিয়ে স্কুলে পাঠাতে বারণ করা হয়েছে। শুক্রবার শিবপুর আইআইইএসটি একাধিক বিধিনিষেধ জারি পাশাপাশি কলকাতার অন্যান্য কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলি আপাতত সব অনুষ্ঠানে বাতিল করেছে।
Somraj Banerjee