গত ২ বছরের করোনার দাপাদাপির পর আপাতত পশ্চিম বাংলায় করোনা পরিস্থিতি স্থিতিশীল। করোনার চোখ-রাঙানি, লকডাউনের অসহায়তা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে মানুষের জীবন। এরমধ্যেই দীর্ঘদিন বাদে করোনায় মৃত্যু, খানিক হলেও উদ্বেগ বাড়াল স্বাস্থ্য দফতরের।
শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪২। একই সঙ্গে কমে রাজ্যের দৈনিক সংক্রমণের হারও। তবে, শুক্রবার সামান্য বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা।শুক্রবার পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৯ হাজার ৫৪৩ জন, কোভিডে মারা গিয়েছেন ২১ হাজার ২০৪ জন। শুক্রবার রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ২৮৭ জনের, দৈনিক সংক্রমণের হার কমে হয় ০.৪১ শতাংশ, রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়ায় ৩৭৮-এ।
advertisement
AVIJIT CHANDA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2022 4:59 PM IST