TRENDING:

Coromandel Express Accident | Migrant Labours: ৪৬ বছরের করমণ্ডল চিকিৎসা থেকে পরিযায়ী এক্সপ্রেস, দুর্ঘটনায় কারও প্রাণ গেল, কারও কাজ!

Last Updated:

Coromandel Express Accident | Migrant Labours: এ রাজ্য ও প্রতিবেশী রাজ্যের পরিযায়ী শ্রমিকেরা রুটিরুজির টানে দক্ষিণ ভারতে যান। আর তার প্রধান যাতায়াত মাধ্যমই হল এই করমণ্ডল এক্সপ্রেস, এখন লোকে একে পরিযায়ী এক্সপ্রেস বলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নব্বইয়ের দশক থেকে করমণ্ডল এক্সপ্রেসকে লোকে চিকিৎসা এক্সপ্রেস বলে চিনত। বাংলা থেকে দক্ষিণ ভারতে চিকিৎসা করাতে যাওয়ার প্রধান ভরসাই এই ৪৬ বছর বয়সি ট্রেন। সেই ট্রেনই এখন পরিযায়ী শ্রমিকদেরও বিরাট ভরসার পথ। কারণ এ রাজ্য ও প্রতিবেশী রাজ্যের পরিযায়ী শ্রমিকেরা রুটিরুজির টানে দক্ষিণ ভারতে যান। আর তার প্রধান যাতায়াত মাধ্যমই হল এই করমণ্ডল এক্সপ্রেস, এখন লোকে একে পরিযায়ী এক্সপ্রেস বলে।
৪৬ বছরের করমণ্ডল চিকিৎসা থেকে পরিযায়ী এক্সপ্রেস
৪৬ বছরের করমণ্ডল চিকিৎসা থেকে পরিযায়ী এক্সপ্রেস
advertisement

দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের সদস্যরা প্রশ্ন তুলছেন, কেন ভিনরাজ্যে গিয়ে কাজ করতে হয়? কিন্তু এখন তার চেয়েও বড় প্রশ্ন হল, যাঁরা কাজে যাচ্ছিলেন, যাঁরা চিকিৎসার জন্য ট্রেনে উঠেছিলেন তার কী হবে। বহু শ্রমিকের মৃত্যু হয়েছে, বহু শ্রমিক গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন বিভিন্ন হাসপাতালে। কেউ হয়তো ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আতঙ্কে রয়েছেন। সেক্ষেত্রে কাজ হারানোর বিরাট আশঙ্কাও গ্রাস করছে।

advertisement

আরও পড়ুন: ‘এক অপরিচিত দাদার পকেট থেকে ফোন বের করে জানাল, ও মরে গেছে! তাহলে?’

দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে যাচ্ছিলেন অনেকে। সেগুলিরও কোনও ঠিক-ঠিকানা থাকল না শুক্রবারের এই ভয়াবহ রেল দুর্ঘটনার পর। সূত্রের খবর, মৃত্যুর সংখ্য়া ৩০০ ছুঁতে পারে। বাংলার অন্তত ৩১জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। এই সংখ্য়াটাও বাড়তে পারে। ৫৪৪জন জখম হয়েছেন।

advertisement

আরও পড়ুন: ঘণ্টায় ১২৮ কিমি গতিবেগে লুপ লাইনে ঢুকে পড়ে করমণ্ডল এক্সপ্রেস, কিন্তু কেন? বিরাট রহস্য

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

ওড়িশার ভয়াবহ রেল দুর্ঘটনার ছায়া পড়েছে বাংলাতে। একাধিক পরিবারে নেমে এসেছে বিপর্যয়। বাংলার বহু মানুষ চিকিৎসার জন্য চেন্নাইতে যাচ্ছিলেন। মৃত্যু হয়েছে অনেকের। আবার পেটের টানেও ভিন রাজ্যে যাচ্ছিলেন বাংলার বেকার যুবকরা। অনেকেরই নিথর দেহ ফিরবে বাড়িতে। এমন অন্ধকার হয়তো কোনওদিন দেখেননি পরিবারের লোকেরা। যাঁরা বেঁচে ফিরেছেন তাঁরাও গভীর অনিশ্চয়তার মধ্যে রয়ে গেলেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Coromandel Express Accident | Migrant Labours: ৪৬ বছরের করমণ্ডল চিকিৎসা থেকে পরিযায়ী এক্সপ্রেস, দুর্ঘটনায় কারও প্রাণ গেল, কারও কাজ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল