TRENDING:

বামেদের সঙ্গে জোট না-হওয়ায় ভালোই হয়েছে, কংগ্রেসের আসন বাড়বে: সোমেন মিত্র

Last Updated:

এই ভোট যোগ্যতা প্রমাণের জায়গা৷ রাজ্যে কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে বলেও দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বামেদের সঙ্গে জোট না-হওয়ায় ভালোই হয়েছে বলে মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ তাঁর বক্তব্য, জোট না-হওয়ায় ভোটের লড়াইয়ে উত্‍‌সাহ পাবেন কংগ্রেস কর্মীরা৷ এই ভোট যোগ্যতা প্রমাণের জায়গা৷ রাজ্যে কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে বলেও দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির৷
advertisement

বাম-কংগ্রেস জোট নিয়ে নানা আলোচনা, বৈঠক হলেও, শেষ পর্যন্ত জোট ভেস্তেই গিয়েছে৷ কংগ্রেসের দাবি, তারা জোট চেয়েছিল, বামেরা রাজি হয়নি৷ বামেদের দাবি, তারা জোটের চেষ্টা করেছে, কংগ্রেসই তাঁদের গতবারের জেতা আসনে প্রার্থী দিয়ে সমঝোতা ভেস্তে দিয়েছে৷

সমস্ত জল্পনা কল্পনার অবসান করে রাজ‍্যে ভেস্তে গিয়েছে বাম-কংগ্রেস জোট। রাজ্যে ৪২টি আসনেই প্রার্থী দিচ্ছে কংগ্রেস৷ প্রথম ৩ দফার প্রার্থী তালিকা তৈরি হয়ে যায় ইতিমধ্যেই৷ নিজেদের অবস্থানের কথা রাহুল গান্ধিকে আগেই জানিয়ে দিয়েছিল প্রদেশ কংগ্রেস ৷ রাজ্যের ৪২টি আসনে প্রার্থী দেওয়ার কথাও ঘোষনা করেছে প্রদেশ কংগ্রেস ৷ বামফ্রন্টের তরফে ২৫টি আসনে প্রার্থী দেওয়া হলেও কংগ্রেসের জন্য ১৭টি আসন খালি রাখা হয়েছিল। যার মধ্যে গতবারের জেতা কংগ্রেসের ৪টি আসনও ছিল ৷ সেই ৪টি আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
বামেদের সঙ্গে জোট না-হওয়ায় ভালোই হয়েছে, কংগ্রেসের আসন বাড়বে: সোমেন মিত্র