বাম-কংগ্রেস জোট নিয়ে নানা আলোচনা, বৈঠক হলেও, শেষ পর্যন্ত জোট ভেস্তেই গিয়েছে৷ কংগ্রেসের দাবি, তারা জোট চেয়েছিল, বামেরা রাজি হয়নি৷ বামেদের দাবি, তারা জোটের চেষ্টা করেছে, কংগ্রেসই তাঁদের গতবারের জেতা আসনে প্রার্থী দিয়ে সমঝোতা ভেস্তে দিয়েছে৷
সমস্ত জল্পনা কল্পনার অবসান করে রাজ্যে ভেস্তে গিয়েছে বাম-কংগ্রেস জোট। রাজ্যে ৪২টি আসনেই প্রার্থী দিচ্ছে কংগ্রেস৷ প্রথম ৩ দফার প্রার্থী তালিকা তৈরি হয়ে যায় ইতিমধ্যেই৷ নিজেদের অবস্থানের কথা রাহুল গান্ধিকে আগেই জানিয়ে দিয়েছিল প্রদেশ কংগ্রেস ৷ রাজ্যের ৪২টি আসনে প্রার্থী দেওয়ার কথাও ঘোষনা করেছে প্রদেশ কংগ্রেস ৷ বামফ্রন্টের তরফে ২৫টি আসনে প্রার্থী দেওয়া হলেও কংগ্রেসের জন্য ১৭টি আসন খালি রাখা হয়েছিল। যার মধ্যে গতবারের জেতা কংগ্রেসের ৪টি আসনও ছিল ৷ সেই ৪টি আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে।
advertisement