TRENDING:

TMC Vs Congress: ‘৪০টা আসনও পাবে না!’...মমতার তীব্র কটাক্ষের পরে অবশেষে মুখ খুলল কংগ্রেস! পাল্টা বিস্ফোরক দাবি তৃণমূল নেতার

Last Updated:

এদিন সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সামনে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে নিয়ে অনেক কথাই বলেছেন৷ কিন্তু, আমি এ নিয়ে কিছু বলতে চাই না৷ শুধু বলব, উনি বারবার বলেছেন উনি ইন্ডিয়া জোটের অংশ, আমরাও ইন্ডিয়া জোটের অংশ৷ আমরা এক সঙ্গে বিজেপির বিরুদ্ধে, আরএসএস-এর বিরুদ্ধে লড়াই করতে ঐক্যবদ্ধ হয়েছি৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারতজুড়ে লোকসভা নির্বাচনে ৪০টা আসনও পাবে না কংগ্রেস৷ গত শুক্রবার কলকাতার রেড রোডের ধর্নামঞ্চ থেকে কংগ্রেসের বিরুদ্ধে এই ভাবেই তোপ দেগেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি, কংগ্রেসকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘‘আগে নিজের জায়গা দেখাও! পারলে বারাণসীতে গিয়ে বিজেপিকে হারাও। রাজস্থান তোমরা জেতা জায়গা হেরেছ। মধ্যপ্রদেশে গিয়ে বিজেপিকে হারাও।’’ মমতার এমন একের পর এক মন্তব্যের প্রেক্ষিতে অবশেষে নিজেদের প্রতিক্রিয়া জানাল কংগ্রেস৷
advertisement

এদিন সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সামনে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে নিয়ে অনেক কথাই বলেছেন৷ কিন্তু, আমি এ নিয়ে কিছু বলতে চাই না৷ শুধু বলব, উনি বারবার বলেছেন উনি ইন্ডিয়া জোটের অংশ, আমরাও ইন্ডিয়া জোটের অংশ৷ আমরা এক সঙ্গে বিজেপির বিরুদ্ধে, আরএসএস-এর বিরুদ্ধে লড়াই করতে ঐক্যবদ্ধ হয়েছি৷’’

জয়রাম রমেশ জানিয়েছেন, তাঁদের মধ্যে রাজ্য রাজনীতির নিরিখে যে ভিন্নমত রয়েছে, তা একপাশে রেখে কেন্দ্রীয় রাজনীতির কথা ভেবে পদক্ষেপ করতে হবে৷ কারণ, এটা বিধানসভা নির্বাচন নয়, লোকসভা নির্বাচন৷ মমতার করা ‘৪০ আসনে’র মন্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস নেতা বলেন, ‘‘আমি জানি না ওঁকে কে এই আসন সংখ্যার অঙ্ক বোঝাচ্ছেন, এই পরিসংখ্যান একেবারেই ঠিক নয়৷’’

advertisement

আরও পড়ুন: এখনও বেপাত্তা সন্দেশখালির ‘বেতাজ বাদশা’! শেখ শাহজাহানকে আবারও নোটিস ইডি-র

কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে রেড রোডে ধর্না দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত শুক্রবার সেই মঞ্চ থেকেই কংগ্রেসের বিরুদ্ধে মন্তব্য করেন তিনি৷ শুধু তাই নয়, সম্প্রতি মুর্শিদাবাদের সভা থেকে মমতা এ-ও বলেছিলেন যে, তিনি মালদায় ২টি আসন ছাড়তে চেয়েছিলেন কংগ্রেসকে, কিন্তু, কংগ্রেস তাতে রাজি হয়নি৷ মমতা বলেছিলেন, ‘‘ওদের আরও সিট চাই…বাংলায় তৃণমূল একা লড়বে৷ কংগ্রেস একা লড়ুক ৪২টা আসনে৷’’

advertisement

এদিনও কংগ্রেস বিরোধী মন্তব্য করতে শোনা যায়, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও৷ তিনি বলেন, ‘‘কংগ্রেসের নেতারা দিল্লিতে যখন‌ই আমার সঙ্গে এসে কথা বলেছে তখন আমি তাদের এক কথা বার বার করে বলেছি পশ্চিমবঙ্গে কংগ্রেসকে তুলে দেওয়ার জন্য একমাত্র যদি কেউ থাকে তাহলে তারঁ নাম অধীর চৌধুরী। এই পশ্চিমবাংলায় খানদানি বিশ্বাসঘাতক রাজনৈতিক দল যদি কিছু থেকে থাকে তাহলে তার নাম কংগ্রেস। আমি দায়িত্ব নিয়ে বলছি ২০২৪ এর লোকসভা নির্বাচনের পরে অধীর চৌধুরী আর লোকসভায় যাবেন না। তাঁকে আমরা যেতে দেব না‌।’’

advertisement

আরও দেখুন: ‘আমার শরীরের নাম মহাশয়’, গায়ে শাল জড়িয়ে রেড রোডে মর্নিং ওয়াক মমতার! আজ ধরনার দ্বিতীয় দিন

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এরপরেই বিস্ফোরক দাবি করেন কল্যাণ, বলেন, ‘‘রাহুল গান্ধি কি জামিনে নেই, সনিয়া গান্ধি কি জামিনে নেই! আগে নিজেদের নেতাদের দেখো। কংগ্রেস কোনও অ্যাডজাস্টমেন্টে চলে যায়নি তো বিজেপির সঙ্গে নিজেদের নেতাদের বাঁচাতে গিয়ে?’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Vs Congress: ‘৪০টা আসনও পাবে না!’...মমতার তীব্র কটাক্ষের পরে অবশেষে মুখ খুলল কংগ্রেস! পাল্টা বিস্ফোরক দাবি তৃণমূল নেতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল