বুধবার একাধারে যখন পুরনির্বাচনের গণনা চলছে, আর ক্রমশই ‘হাত’ছাড়া হচ্ছে এক একটি পুরসভা, তখন আদালতেও কংগ্রেসের জন্য নিরাশার বার্তাই লেখা হল ৷ হাইকোর্ট থেকেও খালি হাতে ফিরল কংগ্রেস ৷
আদালতে কংগ্রেসের তরফে অভিযোগ জানানো হয়েছিল, ১৪ মে ডোমকল, রায়গঞ্জ ও পূজালিতে ভোটের নামে অশান্তি ও সন্ত্রাস চালানো হয়েছে ৷ ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি ৷ কমিশন কোনও ব্যবস্থা না নেওয়ায় আদালতের দ্বারস্থ হয়ে ভোটের ফলাফলে স্থগিতাদেশ চায় কংগ্রেস ৷ একইসঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সত্যতা যাচাইয়ের আর্জি করা হয় ৷
advertisement
এদিন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির শুরুতেই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে ৷ রাজ্য ও নির্বাচন কমিশনের সওয়াল শুনে বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন করেন, ‘এই মামলার যুক্তি কী?’
এরপর ডোমকল, রায়গঞ্জ, পূজালির ভোটপ্রক্রিয়া কোনও কথাই বলেনি আদালত ৷ কোনও নির্দেশ ছাড়াই মামলার নিষ্পত্তি হয়ে যায় ৷ তবে কংগ্রেসকে নিয়ম মেনে আবেদনের পরামর্শ দিয়েছে কোর্ট ৷ ভোট নিয়ে অভিযোগ থাকলে নিয়ম মেনে ফলপ্রকাশের ১০ দিনের মধ্যে ডোমকল, রায়গঞ্জ, পূজালির সংশ্লিষ্ট জেলা জজের বেঞ্চে আবেদন করতে পারে কংগ্রেস বলে জানিয়েছে হাইকোর্ট ৷