কয়লা পাচার মামলায় সিবিআই-এর হাতে প্রথম গ্রেফতার বিকাশ মিশ্র। ১৫ এপ্রিল ২০২১ গ্রেফতার হয় বিকাশ। তারপর থেকে বারবার শরীর খারাপের বাহানায় সিবিআই হেফাজত এড়িয়েছে সে। ২৯/৮/২০২২ সিবিআই অভিযোগ পেয়ে, জেলে সিবিআই চিকিৎসকদের দিয়ে বিকাশের ৪৮ ঘণ্টা অন্তর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয়।
আরও পড়ুন: পুজোর বাজার মাটি! সুগভীর নিম্নচাপে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টিপাতের আশঙ্কা!
advertisement
৩১ অগাস্ট প্রেসিডেন্সি জেলে গিয়ে বিকাশের স্বাস্থ্য পরীক্ষা করে সিবিআই চিকিৎসক, সিবিআই চিকিৎসক জানান বিকাশ সুস্থ। ফের ৩ সেপ্টেম্বর ফের প্রেসিডেন্সি জেলে যায় সিবিআই চিকিৎসক। কিন্তু অভিযোগ, জেল সুপার স্বাস্থ্য পরীক্ষা না করিয়েই ফিরিয়ে দেয়। জেল সুপার জানায় স্বাস্থ্য পরীক্ষা হয়ে গিয়েছে বিকাশের। আজ প্রেসিডেন্সি জেল সুপারের বিরুদ্ধে এমন তথ্য পেয়ে বিস্মিত হয়ে যান বিচারপতি জয়মাল্য বাগচি। এরপরই জেল সুপারের বিরুদ্ধে রুল জারি করে ডিভিশন বেঞ্চ।
হাই কোর্টে সিবিআই-এর হয়ে সওয়াল করে আইনজীবী কল্লোল মণ্ডলরা জানান, ১৫ এপ্রিল বিকাশ মিশ্র গ্রেফতার হলেও এখনও তাঁকে হেফাজতে জিজ্ঞাসাবাদ করতে পারেনি সিবিআই। বিকাশ সম্পর্কে বিনয় মিশ্রের ভাই। বিনয় দেশছাড়া। যথেষ্ট প্রভাবশালী বিকাশ ও বিনয়। প্রথমবার গ্রেফতার হয় ১৫ এপ্রিল ২০২১। শরীর খারাপ দেখিয়ে সরাসরি জেল হেফাজতে চলে যায় বিকাশ। আদালতের নির্দেশ মত তাঁকে বাইপাস লাগোয়া হাসপাতাল থেকে ফের গ্রেফতার করে সিবিআই ডিসেম্বর ২০২১-এ। এরপরে আবারও শরীর খারাপের অছিলায় জেলে ছিল এতদিন। প্রেসিডেন্সি জেল সুপারের আচরণ সন্দেহজনক ঠেকায় হয় কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সেই মামলাতেই বৃহস্পতিবার রুল জারি নির্দেশ।