এর আগেও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কয়লা পাচার মামলায়, এই তিন অফিসারই জিজ্ঞাসাবাদ করেছিলেন। সেখানেও পঙ্কজ কুমারই সেই জিজ্ঞাসাবাদ পর্বের নেতৃত্বে। ঠিক কী কী বিষয়ে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি? সূত্রের খবর, মূলত তিনি কেন বিদেশ ভ্রমণ করছিলেন? কলকাতা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে কেন তিনি রওনা দিচ্ছিলেন? কী উদ্দেশ্য ছিল? ইডিকে না জানিয়ে কেন তিনি রওনা দিয়েছিলেন? কয়লা পাচার মামলা আরও যাবতীয় বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
advertisement
আরও পড়ুন, অনুব্রত-সুকন্যার আর শান্তি নেই! এবার এমন জায়গায় পৌঁছল সিবিআই, চরম আতঙ্কে কেষ্ট
আরও পড়ুন, নন্দীগ্রাম নিয়ে এবার হাইকোর্টে শুভেন্দু! ১৬ তারিখ কী হবে, পারদ চড়ছে দ্রুত
প্রসঙ্গত, গত সোমবার (৫ জুন) দুবাই যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগ ওঠে অভিবাসন দফতরের বিরুদ্ধে। রুজিরা অভিবাসন দফতরের কর্তাদের প্রশ্ন করেন কেন তাঁকে আটকানো হল? এরপর দু’পক্ষর মধ্যে চলে কথাবার্তা। শেষে বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি। তার কয়েক ঘণ্টা পেরোতেই রুজিরাকে তলব করা হয়।