শহর ও শহরতলি অনেকটা সামলে উঠলেও মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে সুন্দরবন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ ৮টি জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে ৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বেশি ক্ষতি ৷ সুন্দরবনের সর্বনাশ হয়ে গিয়েছে ৷ সুন্দরবন,নামখানায় বাঁধের অবস্থা খারাপ ৷ সাড়ে ৪ লক্ষ বিদ্যুতের খুঁটি পড়েছে আমফানে ৷ বিকল ট্রান্সফর্মার ৷ নোনা জলে ডুবে রয়েছে বহু এলাকা ৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ চললেও জল না নামায় বিদ্যুতের খুঁটি বসানো যাচ্ছে না ৷’
advertisement
বিদ্যুৎ না থাকায় বেসরকারি সংস্থা সিইএসসি-র ব্যর্থতার দায়ও রাজ্য সরকারের উপর চাপিয়ে দেওয়া নিয়েও আক্ষেপের সুর শোনা যায় মুখ্যমন্ত্রী গলায়৷ তিনি বলেন, ‘সিপিএমের আমলে সিইএসসিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। একটি বেসরকারি সংস্থা ৷ কিন্তু এই পরিস্থিতিতে সেটা নিয়েও রাজনীতি শুরু হয়ে গেল।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 27, 2020 4:41 PM IST