‘‘সাড়ে ১০ কিমি মিছিল করেছি। কেউ ক্লান্ত হয়ে যাইনি। গোটা রাস্তায় লড়াইয়ের হিল্লোল হয়েছে। মানুষের অভিবাদন, শুভেচ্ছা পেয়ে বুঝতে পারলাম না কখন সাড়ে ১০ কিমি হয়ে গেল। আমার আজ প্রায় ২৩ হাজার স্টেপ হাঁটা হয়ে গেল’’, জানালেন মমতা৷
আরও পড়ুন: ‘ট্রাম্পকে ফোন করেননি মোদি, তাই আটকে বাণিজ্য চুক্তি!’ মার্কিন বাণিজ্য সচিবের বিস্ফোরক দাবি
advertisement
মুখ্যমন্ত্রীর দাবি, তাঁকে আঘাত করা হয়েছিল সিপিআইএম আমলে৷ সেই স্মৃতি স্মরণ করে মমতার ঘোষণা, ‘‘আমি আজ খুশি। আমার এই বাংলা। যে রাস্তা দিয়ে এলাম। প্রতিদিন কিছু না কিছু করি। আমাকে আপনারাই লালন পালন করেছেন। অনেক লড়াই করেছি। এই হাজরা থেকে আমি মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছি। কল্যাণ আমাকে সবটা বলেছিল। সিনেমাতে দেখায় যেমন, তেমন সিপিএমের গুন্ডারা লোহার চেন দিয়ে রাস্তা ফাঁকা করেছিল। ডান্ডা দিয়ে আমার মাথায় মারা হয়। আমার লাগছিল না। আমি ভাবছিলাম পুলিশ না সিপিএমের ডান্ডা। আমার ডান হাত অটোমেটিক মাথায় উঠে যায়। আমার হাতের আলনা হাড় অর্ধেক নেই। আমার ৩৪ সেলাই পড়ে। এর পরেও অনেকবার মার খেয়েছি।’’
আরও পড়ুন: ‘আমার কোনও ভয় নেই’! হুমকি মেলের তোয়াক্কা না করেই কলকাতার রাস্তায় চকোলেট বিলি রাজ্যপালের
‘‘আমাকে যেদিন কেউ আঘাত করে না! আমাকে আঘাত না করলে আমি ঘুমিয়ে পড়ি, রামকৃষ্ণ বা কৃষ্ণ উপকথা শুনি। যদি আমাকে আঘাত করে তাহলে পুনঃজীবন পাই। গতকাল আমি প্রাণ পাই’’, ঘোষণা মুখ্যমন্ত্রীর৷
