অবস্থান মঞ্চে পৌঁছে মমতা ফের জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানান। তিনি বলেন, ‘‘আপনারা নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নিন কাজে ফিরুন। আপনাদের জন্য কোনও অ্যাকশান নেব না। আমি এসমা জারি করব না নিশ্চিন্তে থাকুন। কোনও ডাক্তারের বিরুদ্ধে কারুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিরুদ্ধে আমি। আমরা জানি আপনারা অনেক মহৎ কাজ করেন।’’
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু। তারা আমার পরিচিত কেউ নয়। আপনাদের বিরুদ্ধে আমি কোনও ব্যবস্থা নেব না’’।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি নিজে ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি, আমি আন্দোলনের ব্যথা বুঝি। আপনার ধৈর্য্য ধরুন, আমার কথা শুনুন, আমি বলা হয়ে গেলে আপনারা স্লোগান দিন। এটা আপনাদের অধিকার। আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমার পোস্ট নয়, মানুষের পোস্ট বড় কথা।’’
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই ঝড় জলে আপনারা যেমন কষ্ট পাচ্ছেন, আমিও সে কারণে ঘুমোতে পারিনি। নিরাপত্তা সংক্রান্ত নিষেধ থাকা সত্ত্বেও আমি এসেছি। আপনাদের সব দাবি আমি সহানুভূতির সঙ্গে দেখব, কেউ দোষী হলে সে শাস্তি পাবেই। আমি কথা বলে সিদ্ধান্ত নেব। আপনাদের পরিবার পরিজন চিন্তা করছে, এই ঝড় জলে আপনারা রয়েছেন।’’