ধর্না মঞ্চে বিক্ষোভকারী ছাত্রদের শান্ত করতে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা মোদিকে আমন্ত্রণ করিনি৷ কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা থাকে৷ সেই কারণেই দেখা করেছি৷ বৈঠক করেছি বলে আমরা সিএএ মানবো না৷ মোদি এখানে রাস্তা দিয়ে হাঁটেননি৷ জল ও কাশপথে ঘুরেছেন৷ রাজ্যের বকেয়ার দাবিতেই বৈঠক করেছি৷ আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করুন৷ আমাদের কিছু করার ছিল না৷'
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মিলেনিয়াম পার্কে হাওড়া ব্রিজের লাইট অ্যান্ড সাউন্ডের অনুষ্ঠান ও কলকাতা পোর্ট ট্রাস্টের দেড়শো বছর পূর্তির অনুষ্ঠানে ব্যস্ত, তখন ধর্মতলায় ছাত্র বিক্ষোভে তুলকালাম শুরু হয়৷ সিএএ ও এনআরসি-র টিএমসিপি-র ধর্নার দিকে একের পর এক ব্যারিকেড ভেঙে চলে আসে ছাত্রদের মিছিল৷ চৌরঙ্গির কাছে পুলিশ মানব বন্ধন গড়ে ছাত্রদের আটকানোর চেষ্টা করে৷ পরিস্থিতি সামাল দিতে ফের ধর্না মঞ্চে চলে আসেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মমতার বৈঠকের প্রতিবাদে বিক্ষোভে তুলকালাম ধর্মতলা৷ ধর্না মঞ্চের সামনে স্লোগান দিচ্ছেন পড়ুয়ারা৷ পুলিশের সঙ্গে বেঁধে যায় তুমুল ধস্তাধস্তি৷ তড়ঘড়ি ধর্না মঞ্চে ফিরে মমতা বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের শান্ত হতে অনুরোধ করেন৷ কিন্তু তাতেও স্লোগান চালিয়ে যেতে থাকেন ছাত্রছাত্রীরা৷ মমতা মাইক হাতে বিক্ষোভরত পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, 'অশান্তি বরদাস্ত করা হবে না৷ আন্দোলনে হিংসা বরদাস্ত নয়৷'