৫ নভেম্বর নবান্ন সভাঘরে ইস্টার্ন জোনাল কাউন্সিলের অনুষ্ঠানেও যোগ দেবেন।
অন্যদিকে, গতকাল সোমবার কালীপুজোয় ধরা পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যস্ততার এক 'অন্য' রূপ। বাড়ির কালীপুজো নিয়ে দারুণ ব্যস্ত ছিলেন মমতা। বাড়িতে হাজির দল ও প্রশাসনের বহু মানুষ। হাজির সাধারণ মানুষও। সোমবার পুজো দেখতে মমতার কালীঘাটের বাড়িতে যান সস্ত্রীক মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, সস্ত্রীক ডিজি। এছাড়াও প্রশাসনের একাধিক আধিকারিক গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। হাজির ছিলেন শিল্পপতি রুদ্র চট্টোপাধ্যায়, সুমিত আগরওয়াল, সঞ্জয় বুধিয়া-সহ অনেকেই। এদিন মুখ্যমন্ত্রী নিজের বাড়ি ঘুরিয়ে দেখান রাজ্যপাল লা গণেশনকে। রাজ্যপাল ও তাঁর স্ত্রীকে নিয়ে মুখ্যমন্ত্রী নিজের বাড়ি ঘুরিয়ে দেখান। পুজোর প্রস্তুতিও নিজেই সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির কালীপুজোয় প্রতিবারই নিজে হাতে ভোগ রান্না করেন মুখ্যমন্ত্রী, এবারও তার ব্যতিক্রম হল না।
advertisement