আরও পড়ুনঃ ঘটনার রাতে তার নেতৃত্বেই চলছিল মিটিং, যাদবপুরে সবের হোতা ‘আলু’র ছ’মাসের সাসপেনশন
কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডে ইএম বাইপাস সংলগ্ন একটি জলাশয়ে ভাসমান বাজার তৈরি করছিল কেএমডিএ ৷ যে ঝিলে পাটুলি-বৈষ্ণবঘাটার উপনগরী নিকাশির জল জমা হত সেই ঝিলই সেজে উঠছিল নতুন সাজে। ঝিলের মধ্যে ভাসমান প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল। ক্রেতারা হেঁটে গিয়ে বাজার করতেন। কোনও দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। জিনিসপত্রের দাম নাগালের মধ্যেই ছিল। কো-অপারেটিভের মাধ্যমে চলছিল বাজার। তবে তা উঠে যাওয়ার কারণ কী?
advertisement
কেএমডিএ ও কলকাতা পুরসভা সূত্রে খবর, সমস্যার কারণ মূলত নৌকা। যেসব নৌকোর উপরে এই বাজার বসতো, অনেক সময়েই তা ভেঙে যাচ্ছিল। ওই সূত্রের দাবি, নৌকা রক্ষণবেক্ষণের জন্য একটা মোটা টাকা ব্যয় হতো। কিন্তু অত আয় বাজার থেকে হচ্ছিল না। তার উপরে নৌকোর মিস্ত্রি পাওয়াও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।
পুরসভা সূত্রের খবর, বর্তমানে ভাসমান বাজার সরিয়ে ওই জলাশয়কে সংস্কার করে সৌন্দর্যায়ণ করার কাজ চলছে। আগামী আর্থিক বছরেই এই পরিকল্পনা কার্যকর করা যানে বলে তাঁরা আশাবাদী। জানা গিয়েছে, ভাসমান বাজারের দোকানিদের পুনর্বাসনের জন্য দুটি জায়গা নির্ধারিত করা হয়েছে। একটি পাটুলি থানার পাশের একটি রাস্তা। আর অন্যটি বাঘাযতীন উড়ালপুল লাগোয়া একটি জায়গা।