মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেন শেখ শাহজাহান ও এই সন্দেশখালি মামলা সংক্রান্ত যাবতীয় নথি সিবিআইয়ের হাতে হস্তান্তর করার জন্য। সাড়ে ৪টে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু হাইকোর্টের নির্দেশের পরই সুপ্রিম কোর্টে যায় রাজ্য। জরুরিভিত্তিতে শুনানির আর্জি জানায়। যদিও মঙ্গলবার সেই শুনানি হয়নি।
আরও পড়ুনঃ দোলের ছুটিতে ঘুরে আসুন পাহাড়ি ‘এই’ হ্যামলেটে, প্রজাপতির মেলায় হারিয়ে যাবেন, জানুন বেড়ানোর খুঁটিনাটি
advertisement
এ দিকে সাড়ে ৪টেয় সিবিআই ভবানীভবন পৌঁছলে সুপ্রিম কোর্টে মামলার কথা জানিয়ে সিবিআইয়ের হাতে শাহজাহানকে তুলে দিতে অস্বীকার করে ভবানী ভবন। সিআইডি সূত্রে খবর, আজই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে শেখ শাহজাহানকে।
উল্লেখ্য, বুধবার সকালে ইডি রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। আদালত জানিয়ে দেয়, সুপ্রিম কোর্টে মামলা করেছেন মানেই হাইকোর্টের নির্দেশ স্থগিত হয়ে যায় না। ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় বুধবার বিকেল ৪টে ১৫ মিনিটের মধ্যে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। যদিও তা হয়নি, বরং ভবানীভবনে যখন অপেক্ষা করছিলেন সিবিআই কর্তারা, তখনই সিআইডি শাহজাহানকে নিয়ে পৌঁছে যায় এসএসকেএম হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য। এরপর তাঁকে তুলে দেওয়া হল সিবিআই হেফাজতে।